লিবিয়ায় পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে হামলা, নিহত প্রায় ৫০
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jan 2016 05:00 PM BdST Updated: 07 Jan 2016 09:37 PM BdST
লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় জ্লিটান শহরের একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ট্রাকবোমা হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছে।
হাসপাতাল কর্মীরা প্রাথমিকভাবে বেসামরিক নাগরিকসহ ৬৫ জন নিহত হওয়ার কথা বললেও পরে ত্রিপোলির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্রাইসিস কমিটির প্রধান ফোজি আওনাইস ৪৭ জন নিহত এবং ১১৮ জন আহত হয়েছে বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার আল-জাহফল প্রশিক্ষণ কেন্দ্রে ট্রাকবোমাটি বিস্ফোরিত হয়। এ সময় শত শত পুলিশ সদস্য সেখানে জমা হচ্ছিল বলে জানান শহরটির মেয়র মিফতাহ লাহমাদি।
হামলার দায় কেউ স্বীকার করেনি। লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির শাসনামলে এ প্রশিক্ষণ কেন্দ্রটি সামরিক ঘাঁটি ছিল বলে জানিয়েছে বিবিসি।
২০১১ সালে গাদ্দাফি উৎখাত হওয়ার পর থেকেই লিবিয়া পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে। ইসলামিক স্টেট (আইএস) সেখানে মাথা চাড়া দিচ্ছে বলে উদ্বেগ দেখা দিয়েছে। জঙ্গিদের দৌরাত্ম বাড়তে শুরু করার পর থেকে লিবিয়ায় এটি বড় ধরনের বোমা হামলা।
বৃহস্পতিবারের বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে ৬০ কিলোমিটার দূরের মিসরাতা থেকেও। প্রত্যক্ষদর্শীরা জানান, শার্পনেলের আঘাতে আহত বহু মানুষকে এম্বুলেন্স এবং কারে করে মিসরাতা হাসপাতালে নেওয়া হয়েছে।
লিবিয়ায় জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মার্টিন কবলার বলেছেন, আত্মঘাতী হামলা চালানো হয়েছে।
লিবিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রশিক্ষণ নিতে আসা শত শত সদস্য সকালে মহড়া দেওয়ার সময় হামলা হয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী-নিয়ন্ত্রিত সরকারের স্বাস্থ্যমন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে লিবিয়ার আল-নাবা টিভি নেটওয়ার্ক।
এর আগে গত বছর ফেব্রুয়ারিতে লিবিয়ার পূর্বাঞ্চলীয় কুব্বাহ শহরে তিনটি গাড়িবোমা হামলায় ৪০ জন নিহত হয়। আইএস জঙ্গিদের ওপর মিশরের বিমান হামলার প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছিলেন কর্মকর্তারা।
-
অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ ভ্যাকসিনের চালান আটকে দিল ইতালি
-
ফিলিস্তিনে আইসিসির তদন্তের বিরুদ্ধেই থাকবে যুক্তরাষ্ট্র, নেতানিয়াহুকে আশ্বাস কমলার
-
মিয়ানমারের ৫টি টিভি চ্যানেল সরালো ইউটিউব
-
নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
-
মিয়ানমারে রক্তাক্ত দিন পেরিয়ে ফের অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ
-
ভারতে মিয়ানমারের ১৯ পুলিশের আশ্রয় প্রার্থনা
-
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নিউ জিল্যান্ড
-
বাকিংহাম প্যালেস ‘মিথ্যা জিইয়ে রাখছে’, অভিযোগ মেগানের
-
মিয়ানমারে বিক্ষোভে ফের পুলিশের গুলি, নিহত ১
-
ফিলিস্তিনে আইসিসির তদন্তের বিরুদ্ধেই থাকবে যুক্তরাষ্ট্র, নেতানিয়াহুকে আশ্বাস কমলার
-
মিয়ানমারের ৫টি টিভি চ্যানেল সরালো ইউটিউব
-
অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ ভ্যাকসিনের চালান আটকে দিল ইতালি
-
নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
-
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নিউ জিল্যান্ড
সর্বাধিক পঠিত
- আর পদোন্নতি হবে না জামালপুরের সেই ডিসির, কমছে বেতনও
- টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- বাংলাদেশে একাডেমি করতে আগ্রহী রাজস্থান রয়্যালস
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- হ্যাটট্রিক, ছয় ছক্কা ও রেকর্ডের ছড়াছড়ি
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি