‘ইরাক-সিরিয়ায় কমেছে আইএস নিয়ন্ত্রিত এলাকা’
>> রয়টার্স
Published: 05 Jan 2016 09:34 PM BdST Updated: 05 Jan 2016 09:34 PM BdST
ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা এলাকা গতবছর ৪০ শতাংশ কমেছে এবং সিরিয়ায় কমেছে ২০ শতাংশ। আন্তর্জাতিক বাহিনীর অভিযানের মুখে কয়েকটি শহর থেকে সরে গেছে আইএস জঙ্গিরা।
মঙ্গলবার একথাই জানিয়েছে ওই দুটি দেশে আইএস এর সঙ্গে লড়াই করে যাওয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী। এ জোটে রয়েছে ব্রিটেন, ফ্রান্স ও জর্ডানসহ নানা দেশ। তারা আইএস এর অবস্থানগুলোতে বোমা হামলা চালিয়ে আসছে।
জোটের মুখপাত্র যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কর্নেল স্টিভ ওয়ারেন বাগদাদে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “আমাদের বিশ্বাস ইরাকে আইএস প্রায় ৪০ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে। আর সিরিয়ায়, ঠিক করে বলা কঠিন হলেও, আমাদের ধারণা তারা প্রায় ২০ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ খুইয়েছে।”
“সামগ্রিক হিসাবে ইরাক এবং সিরিয়া মিলে আইএস একসময় তাদের দখলে থাকা এলাকার ৩০ শতাংশের নিয়ন্ত্রণ হারিয়েছে।”
২০১৪ সালে ইরাকের এক-তৃতীয়াংশ দখল করে নেয় আইএস। এর মধ্যে আছে উত্তরের সবচেয়ে বড় শহর মসুল এবং রাজধানী বাগদাদের আশেপাশের এলাকাগুলো।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর সহায়তায় ইরাকি ও কুর্দি সশস্ত্র বাহিনী এবং ইরান-সমর্থিত শিয়া মিলিশিয়ারা পাল্টা লড়াই চালিয়ে তখন থেকেই আইএস কে কয়েকটি শহর থেকে হটিয়ে দিয়েছে। গতমাসে তিকরিত এবং বাগদাদের উত্তরাঞ্চলসহ পশ্চিমে রামাদি শহর আইএস দখলমুক্ত হয়েছে।
সিরিয়ায় আইএস প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার শাসনের বিরোধী অন্যান্য বিদ্রোহী দলগুলোর সঙ্গে লড়ছে। তাদের ওপর বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী এবং রাশিয়াও। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি গত মাসেই বলেছেন এ বছর অর্থাৎ, ২০১৬ সালেই আইএস এর বিরুদ্ধে ‘চূড়ান্ত জয়’ অর্জন করা হবে।
-
শামীমা বেগম ফিরতে পারবেন কিনা, জানাবে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট
-
করোনাভাইরাস: বিশ্বজুড়ে মৃত্যু ২৫ লাখ ছাড়াল
-
মিয়ানমারে প্রতিবাদকারীদের ওপর হামলা জান্তাপন্থিদের
-
খাশুগজি হত্যা: গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
-
চীনকে ‘গোপন তথ্য সরবরাহ’, রুশ নাগরিকের কারাদণ্ড
-
বড় বোনের অপহরণ মামলার পুনঃতদন্ত চান প্রিন্সেস লতিফা
-
সীমান্তে গোলাগুলি বন্ধে সম্মত ভারত-পাকিস্তান
-
ফেইসবুক, ইনস্টাগ্রামে নিষিদ্ধ মিয়ানমারের সেনাবাহিনী
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাকের কারাগারে মৃত্যু
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল
- যেভাবে গ্রাহকের টাকা হাতিয়েছিলেন এক ব্যাংক কর্মকর্তা