সিরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ আলেপ্পোয় বিমান হামলায় অন্ততপক্ষে ১২জন নিহত হয়েছেন।
Published : 16 Dec 2015, 09:46 AM
একটি পর্যবেক্ষণকারী গোষ্ঠী মঙ্গলবার এই তথ্য জানিয়েছে।
ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা আলেপ্পোর পূর্বাঞ্চলীয় শহর মাসকানেহর একটি বাজারে মঙ্গলবার ওই বিমান হামলা চালানো হয়। ধারণা করা হচ্ছে রুশ বোমারু বিমান এই হামলা চালিয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার গোষ্ঠী দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে।
অবজারভেটরি বলছে, নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে। কারণ অনেকেই গুরুতর আহত হয়েছেন।
অবশ্য্ উদ্ধার ও পর্যবেক্ষণকারী অন্যান্য কয়েকটি সূত্র দাবি করেছে মাসকানেহ শহরে বিমান হামলায় নিহতের সংখ্যা ৩০।
সিরিয়ার বিরোধী বিদ্রোহীপক্ষ অভিযোগ করেছে, রুশ বিমান বাহিনী দুই মাস ধরে দেশটিতে আইএস-র বিভিন্ন লক্ষ্যে হামলা চালিয়ে গেলেও প্রায়ই বেসামরিক অঞ্চলেও বোমা নিক্ষেপ করছে।
অবশ্য এ অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে মস্কো।