এমএইচ১৭ নিয়ে ডাচ রিপোর্ট পক্ষপাতদুষ্ট: রাশিয়া

মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ১৭ বিমান বিধ্বস্তের ঘটনার ডাচ তদন্ত রিপোর্ট পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2015, 02:34 PM
Updated : 13 Oct 2015, 02:34 PM

রাশিয়ার বার্তা সংস্থাগুলো রিয়াবকভের উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার একথা জানিয়েছে।

তার উদ্ধৃতি দিয়ে আরো বলা হয়, “এটি অত্যন্ত দুঃখের বিষয় যে, রাশিয়া অনেক দিন ধরে বার বার তদন্তকাজটি পূর্ণাঙ্গ এবং পক্ষপাতহীন হওয়ার মত করে সংগঠিত করতে চেষ্টা করা এবং এর জন্য প্রাপ্ত সব তথ্যই বিবেচনায় নেয়ার কথা বলে আসলেও... এখানে খুবই ষ্পষ্টভাবে পক্ষপাতদুষ্ট উপসংহার টানা এবং রাজনৈতিক নির্দেশ পালনের চেষ্টা করা হয়েছে।”

ডাচ সেফটি বোর্ড মঙ্গলবার এমএইচ৭ বিমান বিধ্বস্তের ঘটনার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশের পর রিয়াবকভ এ প্রতিক্রিয়া জানালেন।

এ প্রতিবেদনে বলা হয়েছে, এমএইচ১৭ বিধ্বস্ত হয়েছিল রাশিয়ার তৈরি বিউক ক্ষেপণাস্ত্রের আঘাতে। পূর্ব ইউক্রেইনের বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকা থেকে সেটি ছোড়া হয়। তবে প্রতিবেদনে কাউকে দোষারোপ করা হয়নি।

গত বছর ১৭ জুলাইয়ে আমস্টার্ডাম থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে পূর্ব ইউক্রেইনে ২৯৮ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয় এমএইচ১৭। ওই সময়টিতে ইউক্রেইন সরকার এবং রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘর্ষ চরমে ছিল।