সিরিয়ায় শ'শ' জনের বিরুদ্ধে 'দেশের কুৎসা রটানো'র অভিযোগ

সিরিয়ায় শ' শ' নাগরিকের বিরুদ্ধে 'কুৎসা রটিয়ে দেশের মর্যাদাহানি' করার অভিযোগ আনা হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ এভাবেই তার ১১ বছরের শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন গুঁড়িয়ে দিতে চাইছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2011, 01:38 PM
Updated : 4 May 2011, 01:38 PM
আম্মান, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সিরিয়ায় শ' শ' নাগরিকের বিরুদ্ধে 'কুৎসা রটিয়ে দেশের মর্যাদাহানি' করার অভিযোগ আনা হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ এভাবেই তার ১১ বছরের শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন গুঁড়িয়ে দিতে চাইছেন।
সিরিয়ার একটি মানবাধিকার সংগঠন খবরটি দিয়ে একথা বলেছে। চলতি সপ্তাহে আটক কয়েকশ মানুষের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।
আসছে শুক্রবার জুমার নামাজের পর আসাদকে উৎখাত করতে ডাক দেওয়া ব্যাপক বিক্ষোভ কর্মসূচির আগেই তা ঠেকাতে সরকার এতোজনকে আটক করেছে।
আনীত ঐ অভিযোগে অভিযুক্তদের তিন বছর করে কারাদণ্ড হতে পারে।
নাগরিকদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনা ছাড়াও সিরিয়াজুড়ে গণগ্রেপ্তার চলছে-"যা মানবাধিকারের আরেকধরনের লঙ্ঘন।" বলেছেন, 'সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' এর মানবাধিকার কর্মী রমি আব্দেলরহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২২৫ঘ.