তিউনিসিয়ার সেনাদের সঙ্গে লড়াইয়ে গাদ্দাফি বাহিনী

তিউনিসিয়া-লিবিয়া সীমান্তে তিউনিসিয়ার সেনাদের সঙ্গে লড়াইয়ে লিপ্ত হয়েছে মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2011, 09:48 AM
Updated : 29 April 2011, 09:48 AM
দেহিবা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তিউনিসিয়া-লিবিয়া সীমান্তে তিউনিসিয়ার সেনাদের সঙ্গে লড়াইয়ে লিপ্ত হয়েছে মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনী।
তিউনিসিয়ার সীমান্তবর্তী শহর দেহিবায় শেল নিক্ষেপ করেছে গাদ্দাফি বাহিনী। এতে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও অন্তত একজন অধিবাসী আহত হয়েছে।
গাদ্দাফি-বিরোধী বিদ্রোহীদের খোঁজে ট্রাকে করে শহরটিতে প্রবেশও করেছে গাদ্দাফি বাহিনীর একদল সেনা।
গত কয়েকদিনে তিউনিসিয়ায় পালিয়ে যাওয়া বিদ্রোহীদের পিছু ধাওয়া করছে লিবিয়ার সেনারা।
গাদ্দাফি বাহিনী তিউনিসিয়া সীমান্তের সামরিক চৌকি লিবীয় বিদ্রোহীদের হাত থেকে পুনর্দখলের পর এ অভিযানে নেমেছে। এখন দেহিবাই লড়াই চালাচ্ছে তারা।
এরই মধ্যে সীমন্ত চৌকি আবারো দখলে নেওয়ার দাবি করেছে বিদ্রোহীরা। এর আগে গত সপ্তাহে বিদ্রোহীরা ওই চৌকি দখল করেছিলো।
তিউনিসিয়া সীমান্তের দেহিবা এবং লিবিয়া সীমান্তের ওয়াজিন এর মধ্যকার সামরিক চৌকি দখল নিয়ে দুপক্ষ লড়াই করছে। দেহিবায় লড়াইয়ে লিবিয়ার কিছু সেনা হতাহত হয়েছে। তবে লড়াই পরে থেমে গেছে বলে জানিয়েছেন এলাকার এক অধিবাসী।
তিনি জানান, তিউনিসিয়ার সেনারা শহরটিতে চিরুনি অভিযান চালাচ্ছে। তারা শহরটির প্রবেশপথ বন্ধ করে দিয়েছে। কাউকেউ ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। ফলে গাদ্দাফি বাহিনীর সেনাদের ভাগ্যে কি ঘটেছে তা জানা যাচ্ছে না বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২৪ ঘ.