ইসরায়েল-হামাস সংঘর্ষ বন্ধের ইঙ্গিত

সংঘর্ষ বন্ধের ইঙ্গিত দিয়েছে ইসরায়েল ও গাজার শাসক গোষ্ঠী হামাস। পাঁচদিন ধরে দু'পক্ষের মধ্যে চলমান সংঘর্ষে বহু মানুষ হতাহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2011, 07:36 AM
Updated : 10 April 2011, 07:36 AM
গাজা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সংঘর্ষ বন্ধের ইঙ্গিত দিয়েছে ইসরায়েল ও গাজার শাসক গোষ্ঠী হামাস। পাঁচদিন ধরে দু'পক্ষের মধ্যে চলমান সংঘর্ষে বহু মানুষ হতাহত হয়েছে।
এক ফিলিস্তিনি কর্মকর্তা রয়টার্সকে বলেন, হামলা বন্ধে ইসরায়েলি কর্তৃপক্ষ ও হামাস মতৈক্যে পৌঁছেছে। হামাস রকেট হামলা বন্ধ এবং ইসরায়েল গাজায় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে।
ইসরায়েলের পক্ষ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক বলেন, "তারা আমাদের মানুষের ওপর রকেট ছোড়া বন্ধ করলে আমরাও গুলি ছোড়া বন্ধ করবো।"
বৃহস্পতিবার গাজা থেকে ছোড়া একটি ট্যাংক বিধ্বংসী রকেট ইসরায়েলের একটি স্কুল বাসে আঘাত হানার পর ইসরায়েল গাজায় বিমান হামলা শুরু করে। গাজা থেকেও ছোড়া হয় রকেট।
গাজায় ইসরাইলি বিমান হামলায় এ পর্যন্ত অন্তত ১৯ জন নিহত ও ৬০ জন আহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯৩২ঘ.