সিরিয়ায় বিক্ষোভে গুলি, নিহত ২৮

সিরিয়ায় বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে ২৮ জন নিহত হয়েছে। আগের দিন শুক্রবার সহিংসতায় নিহত হয় ৩৭ বিক্ষোভকারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2011, 03:18 AM
Updated : 10 April 2011, 03:18 AM
আম্মান, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে ২৮ জন নিহত হয়েছে। আগের দিন শুক্রবার সহিংসতায় নিহত হয় ৩৭ বিক্ষোভকারী।
দ্য ন্যাশনাল অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস ইন সিরিয়া বলেছে, শনিবার বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে দক্ষিণাঞ্চলীয় শহর দেরায় ২৬ জন এবং হোমস প্রদেশে দুই জন নিহত হয়েছে।
ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে নিহতদের নামের তালিকা প্রকাশ করেছে সংগঠনটি।
শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৩৭ জন নিহত হয়।
নিহতদের লাশ দাফন করতে যাওয়া শোকার্ত মানুষের মিছিলে শনিবার গুলি চালায় নিরাপত্তা বাহিনী।
রাজধানী দামেস্কের ৩৩০ কিলোমিটার উত্তরপশ্চিমের লাটাকিয়া শহরের এক অধিবাসী শনিবার টেলিফোনে রয়টার্সকে বলেন, "রাস্তায় দু'পা বাড়ালেই আটক হওয়ার ঝুঁকি রয়েছে। সেখানে কেউ মারা গেছে কিনা তা জানা খুব কঠিন। একে-৪৭ রাইফেল থেকে গুলি হওয়ার শব্দ শোনা যাচ্ছে।"
মার্চের মাঝামাঝি গণতান্ত্রিক অধিকারের দাবিতে সিরিয়ায় বিক্ষোভ শুরু হয়। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাথ পার্টির বিরুদ্ধে বিক্ষোভ করছে জনতা। ১৯৬৩ সালে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় এসে সব বিরোধী দল নিষিদ্ধ এবং জরুরি অবস্থা জারি করে ৪৮ বছর ধরে দেশ শাসন করছে বাথ পার্টি।
শুক্রবারের হতাহতের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনের লঙ্ঘন সহ্য করা হবে না বলে জনতাকে হুঁশিয়ার করে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টোন সিরিয়ায় সহিংসতা ও হতাহতের ঘটনার কঠোর নিন্দা করেছেন।
সিরিয়ার প্রতি অর্থবহ রাজনৈতিক সংস্কারের আহ্বান জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৫০৮ ঘ.