তাহরির স্কয়ারে সেনা অভিযান, নিহত ২

কায়রোয় তাহরির স্কয়ারে বিক্ষোভকারীদের সরাতে সেনাবাহিনীর অভিযানে অন্তত দুজন নিহত ও ৭১ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2011, 11:54 AM
Updated : 9 April 2011, 11:54 AM
ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কায়রোয় তাহরির স্কয়ারে বিক্ষোভকারীদের সরাতে সেনাবাহিনীর অভিযানে অন্তত দুজন নিহত ও ৭১ জন আহত হয়েছে।
ক্ষমতাচ্যুৎ প্রেসিডেন্ট হোসনি মোবারক ও তার পরিবারকে বিচারের মুখোমুখি করার দাবিতে তাহরির স্কয়ারে অবস্থান করে আসছিলো বিক্ষোভকারীরা।
তাহরির স্কয়ার থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে সেনাবাহিনী শনিবার ভোররাতে অভিযান চালালে ওই হতাহতের ঘটনা ঘটে।
রয়টার্স ও আল জাজিরা জানিয়েছে, রাতের সহিংসতায় অন্তত দুবিক্ষোভকারী নিহত হয়েছে।
মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় সহিংসতায় একজন নিহত ও ৭১ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে।
বিবিসি জানায়, তাহরির স্কয়ারে সমবেত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে স্থানীয় সময় শনিবার ভোররাত
৩টায় অভিযান চালায় তিনশ' সেনা সদস্য।
বিক্ষোভকারীরা বলেছে, সেনাবাহিনী গুলি চালিয়েছে ও লাঠিপেটা করেছে।
তবে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কেবল ফাঁকা গুলি ছোড়া হয়েছে এবং তাতে কেউ হতাহত হয়নি বলে দাবি করেছে সেনাবাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/১৯১২ ঘ.