মালিতে বাসের নিচে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত ১৪

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে যাত্রীবাহী বাসের নিচে পেতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2019, 06:10 AM
Updated : 4 Sept 2019, 06:19 AM

মঙ্গলবার মালির মধ্যাঞ্চলের সহিংসতা কবলিত মোপতি অঞ্চলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ঘরে তৈরি ওই ‘ল্যান্ড মাইন’ বিস্ফোরণে আরও ২৪ জন আহত হয়েছেন বলে মালির নিরাপত্তামন্ত্রী জানিয়েছেন। 

ঘটনার সময় বাসটিতে ৬০ জন যাত্রী ছিল। মোপতির যে এলাকায় স্থানীয় নৃগোষ্ঠীর জঙ্গিরা নিয়মিত প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর বেসামরিকদের হত্যা করে এবং যেখানে ইসলামপন্থি জঙ্গিরাও সক্রিয় সেই এলাকা দিয়ে যাওয়ার সময় বোমাটি বিস্ফোরিত হয়। 

নিরাপত্তামন্ত্রী সালিফ ট্রাওরে বলেছেন, “১৪ জন নিহত ও ২৪ জন আহত হওয়ার খবর পেয়েছি আমরা। আহতদের মধ্যে সাত জনের অবস্থা সঙ্কটজন।”

ঘটনার বিষয়ে এবং কারা এ হামলা চালাতে পারে সে বিষয়ে আর কোনো কথা বলেননি তিনি।

ঘটনাস্থলে থাকা এক ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন, বোমা বিস্ফোরণে ওই বাসে থাকা তার বোন ও ভাগিনা নিহত হয়েছেন। 

পরিচয় প্রকাশ না করার শর্তে টেলিফোনে তিনি বলেন, “সেনাবাহিনী বাসের নিচ থেকে মৃতদেহগুলো বের করে আনার চেষ্টা করছে।”

বুরকিনা ফাসো, মালি ও নাইজারের সীমান্ত যেখানে মিলেছে, সেই প্রত্যন্ত সীমান্ত এলাকাটি জঙ্গিদের অভয়ারণ্য হয়ে উঠেছে। এরা প্রায়ই জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী, মালির ও আন্তর্জাতিক সামরিক বাহিনীর সদস্যদের ওপর প্রাণঘাতী হামলা চালায়। অধিকাংশ সময়ই এসব হামলায় তারা ঘরে তৈরি বোমা ব্যবহার করে।