চাঁদপুরের স্থগিত হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট হবে আগামী ৭ সেপ্টেম্বর।
Published : 07 Aug 2014, 10:56 PM
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. সাজাহান খানের সই করা এক প্রজ্ঞাপনে এই তারিখ ঘোষণা করা হয়।
ভোটের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনাও দেয়া হয়েছে প্রজ্ঞাপনে।
আইনি জটিলতার কারণে গত ২৬ ফেব্রুয়ারি এ উপজেলায় ভোট স্থগিত করা হয়েছিল।
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে এবার দেশের ৪৮৭ উপজেলায় ছয় ধাপে ভোট করে ইসি।