মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী পাভেলুর রহমান শফিক খান বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
Published : 27 Jun 2014, 12:48 AM
বৃহস্পতিবার রাতে রিটার্নিং কর্মকর্তা রাহেদ হোসেন তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
আনারস প্রতীকে পাভেল ভোট পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৭৭০টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী কাজী আবুল বাসার দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট।
সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিলো দুই লাখ ৩১ হাজার ৪৮৪ জন। মোট ভোট কেন্দ্র ছিলো ১১৪টি।
এতে চেয়ারম্যান পদে চার জন, ভাইস চেয়ারম্যান পদে চার জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রতিদ্বন্দ্বিতা করেন।