Published : 09 May 2014, 01:31 AM
বৃহস্পতিবার এ উপজেলার ভোটের তারিখ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ইসির উপসচিব মিহির সারওয়ার মোর্শেদ জানান, আগামী ১৫ মে পর্যন্ত এ উপজেলায় রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করা যাবে। মনোয়নপত্র বাছাই হবে ১৭ মে এবং ২৪ মে পর্যন্ত তা প্রত্যাহার করা যাবে।
এরমধ্যে পাঁচ পর্বে ৪৫৯ উপেজেলায় ভোট হয়েছে। আগামী ১৯ মে আরো ১২ উপজেলায় ভোট হবে। রাঙ্গাবালি ও নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ভোট স্থগিত করা হয়েছে।
এর আগে সকালে কমিশন সভায় বাংলাদেশ ব্যাংককে আরো তিনটি তথ্য প্রদানের সিদ্ধান্ত হয়।
নতুন করে অনুমোদন দেয়া তথ্যগুলো হলো-ভোটারের বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা ও পেশা।
ভোটার নম্বর ওয়েবসাইটে দেয়ার বিষয়ে প্রযুক্তিগত দিক উপস্থাপন করেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ।
ইসি কর্মকর্তারা জানান, বরিশাল-৫ আসনের উপনির্বাচনে এসএমএসের মাধ্যমে ভোটারেদের কেন্দ্র ও ভোটার নম্বর দেয়া হবে।
ইসির ওয়েসাইটে সব ভোটারের তথ্য দেয়ার বিষয়টি আরো পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সেই সঙ্গে বিদ্যমান আইনেও তা অন্তর্ভুক্ত করার বিধান রাখার বিষয়টিও বিবেচনা নেয়ার পরিকল্পনা রয়েছে ইসির।