বাংলা একাডেমির নতুন মহাপরিচালকের সামনে যত প্রতিকূলতা
প্রয়াত শামসুজ্জামান খান নির্বাহী প্রধান থাকার সময়ে বাংলা একাডেমি আইনে কতগুলো সংস্কার আনা হয়। সংস্কারের ফলে প্রতিষ্ঠানটি নামকাওয়াস্তে স্বায়ত্তশাসিত হলেও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন আমলারা নানা সময়েই দৃষ্টিকটুরকম হস্তক্ষেপ করেন।