পোড়াদহে শতবর্ষী মাছের মেলা, নজর কাড়ছে মিষ্টিও
বগুড়ার গাবতলী উপজেলার পোড়াদহে প্রতিবছর মাঘ মাসের শেষ বুধবার বসে মাছের মেলা। শত বছরের পুরনো এ মেলা স্থানীয়ভাবে জামাই মেলা নামেও পরিচিত। বিশাল আকারের বিভিন্ন জাতের মাছ ওঠে বলে এ মেলার খ্যাতি দেশজুড়েই। দূর দূরান্ত থেকে মাছপ্রেমীদের অনেকেই আসেন এ মেলায়।