‘বুড়ো’ বেডফোর্ডের ভেলকি
অনেক দেশে ‘জাদুঘরে’ চলে গেলেও বাংলাদেশের রাস্তায় এখনো দাপিয়ে বেড়াচ্ছে বেডফোর্ড কোম্পানির ট্রাক। গাড়ির আকার আগের মতো রয়ে গেলেও পুরনো ইঞ্জিন ‘জীবিত’ রাখছে সিএনজি। দেশে চলাচলকারী বেশিরভাগ বেডফোর্ড ট্রাকের বয়স ৪০ বছরের উপরে। কোনো কোনোটির বয়স ৬০ বছর হলেও চলা থামেনি।