জরিমানার পাশাপাশি নির্দেশনাও রয়েছে এক্সবক্স নির্মাতার জন্য। এক্সবক্স সিস্টেমে শিশুদের প্রাইভেসি সুরক্ষা উন্নত করতে আরও সুস্পষ্ট পদক্ষেপ নিতে হবে।
Published : 06 Jun 2023, 06:25 PM
মা-বাবার অনুমতি ছাড়া শিশুদের তথ্য সংগ্রহের অভিযোগ নিষ্পত্তিতে মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ‘ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)’কে দুই কোটি ডলার জরিমানা দেবে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট।
সোমবার দেওয়া বিবৃতিতে এফটিসি বলেছে, যুক্তরাষ্ট্রের ‘চিলড্রেন’স অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট (সিওপিপিএ বা কপ্পা)’ লঙ্ঘনে অভিযুক্ত হয়েছে কোম্পানিটি। যেসব শিশু মা-বাবার অনুমতি না নিয়েই ‘এক্সবক্স’ গেইমিং ব্যবস্থায় সাইন আপ করেছে, তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে মাইক্রোসফট। আর পরবর্তীতে সেইসব তথ্য সংরক্ষণ করে রাখার অভিযোগও উঠেছে এই গেইম জায়ান্টের বিরুদ্ধে।
জরিমানার পাশাপাশি নির্দেশনাও রয়েছে এক্সবক্স নির্মাতার জন্য। আদেশ অনুসারে, এক্সবক্স সিস্টেমে শিশুদের প্রাইভেসি সুরক্ষা উন্নত করতে আরও সুস্পষ্ট পদক্ষেপ নিতে হবে।
সংস্থাটি আরও বলেছে, যেসব থার্ড পার্টি গেইম পরিবেশকের সঙ্গে মাইক্রোসফট ডেটা শেয়ার করে, কপ্পার এই সুরক্ষা আদেশ তাদের ওপরও বর্তাবে।
মাইক্রোসফটের এক মুখপাত্র বলেন, কোম্পানি এই দণ্ডাদেশ মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও যোগ করেন, ব্যবহারকারীর অ্যাকাউন্ট তৈরির প্রক্রিয়াতে আপডেট আনার পাশপাশি কোম্পানির সিস্টেমে থাকা ‘ডেটা ধরে রাখার’ সমস্যাও সমাধান করা হবে।
“আমাদের প্রস্তাবিত নির্দেশনা এক্সবক্স-এ শিশুদের প্রাইভেসি সুরক্ষায় অভিভাবকদের সহায়তা দেবে ও মাইক্রোসফট শিশুদের কী ধরনের তথ্য সংগ্রহ করতে বা ধরে রাখতে পারবে তার সীমারেখা টেনে দেবে।” --বলেন এফটিসি’র ‘ব্যুরো অফ কনজিউমার প্রোটেকশন’ বিভাগের পরিচালক স্যামুয়েল লিভাইন।
“এই কার্যক্রমে এটিও পরিষ্কার হওয়া উচিৎ যে, শিশুর অ্যাভাটার, বায়োমেট্রিক ডেটা এমনকি স্বাস্থ্য সংক্রান্ত তথ্যও সিওপিপিএ থেকে মুক্ত নয়।”
এই আইনের অধীনে বিভিন্ন অনলাইন পরিষেবা ও ওয়েবসাইটকে ১৩ বছরের কম বয়সী শিশুদের যে কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও সেগুলো ব্যবহারের আগে তাদের অভিভাবকদের অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।
অভিযোগ অনুসারে, ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত অ্যাকাউন্ট তৈরির প্রক্রিয়া চলাকালীন শিশুদের কাছ থেকে সংগৃহিত ডেটা ধরে রেখেছে মাইক্রোসফট, এমনকি কোনো অভিভাবক এই প্রক্রিয়ায় অংশ না নিলেও।