ওই বিজ্ঞাপনে দেখা গেছে, একজন বাবা নিজের মেয়েকে এআই দিয়ে প্রিয় ক্রীড়াবিদের জন্য ‘ফ্যান লেটার’ বা চিঠি লিখতে সাহায্য করছেন।
Published : 04 Aug 2024, 04:36 PM
এবারের অলিম্পিক আয়োজনে এআই চ্যাটবট জেমিনাইয়ের জন্য তৈরি একটি বিজ্ঞাপনের প্রচারণা বন্ধ করে দিচ্ছে সার্চ জায়ান্ট গুগল।
ওই বিজ্ঞাপনে দেখা গেছে, একজন বাবা নিজের মেয়েকে এআই দিয়ে প্রিয় ক্রীড়াবিদের জন্য ‘ফ্যান লেটার’ বা চিঠি লিখতে সাহায্য করছেন। এর পরপরই তীব্র সমালোচনার মুখে পড়েছে বিজ্ঞাপনটি।
৬০ সেকেন্ডের বিজ্ঞাপনটি এখনও ইউটিউবে আছে, যেখানে গুগলের জেমিনাই ব্যবহার করে অলিম্পিক ট্র্যাক তারকা সিডনি ম্যাকলাফলিন-লেভরনকে নিজের ছোট মেয়ের পক্ষে চিঠি লেখেন একজন বাবা।
“ও সিডনির প্রতি নিজের ভালোবাসা দেখাতে চায়। আমি শব্দ চয়নে ভালো হলেও ও চায় এটা একেবারে নিখুত হোক”, বিজ্ঞাপনে বলেন বাবা।
“তাই জেমিনাই, আমার মেয়েকে একটি চিঠি লিখতে সাহায্য কর যাতে সিডনি বোঝেন তিনি কতটা অনুপ্রেরণাদায়ক।”
“আ লিটল হেল্প ফ্রম জেমিনাই (জেমিনাইয়ের কিছুটা সহায়তা)।” – লেখা দেখিয়ে শেষ হয় বিজ্ঞাপনটি।
গুগলের এক মুখপাত্র সিএনবিসি নিউজকে বলেছেন, বিজ্ঞাপনটি প্রচারের আগে ভালভাবে পরীক্ষা করা হলেও, “এ প্রতিক্রিয়ার প্রেক্ষিতে, আমরা অলিম্পিক থেকে বিজ্ঞাপনটি সরানোর সিদ্ধান্ত নিয়েছি।”
যুক্তরাষ্ট্রের অলিম্পিক দলকে উদযাপন করতে একটি খাঁটি গল্প তৈরি করাই বিজ্ঞাপনটির লক্ষ্য ছিল বলে যোগ করেন ওই মুখপাত্র।
“আমরা বিশ্বাস করি, মানুষের সৃজনশীলতা বাড়াতে এআই একটি দুর্দান্ত টুল হতে পারলেও সেটিকে প্রতিস্থাপন করতে পারে না।”
“বিজ্ঞাপনে দেখায় কেউ একজন শিশুর জন্য এআই দিয়ে চিঠি লিখে দিচ্ছে। কী জঘন্য!।” – থ্রেডস-এ লিখেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল পাবলিক রেডিও’র পপ কালচার হ্যাপি আওয়ার পডকাস্ট-এর সঞ্চালক লিন্ডা হোমস।
“বিশেষ পরিস্থিতিতে মানুষের সাহায্যের প্রয়োজন আছে, কিন্তু ‘কতটা দুর্দান্ত, তাকে নিজে কিছুই লিখতে হয়নি!’ ধাঁচের এই গল্পটি নিরাশজনক। এআই-এর লেখা ফ্যান লেটার কে চায়??”
এমন প্রতিক্রিয়া সৃজনশীলতা ও মানুষের অভিব্যক্তির ওপরে এআইয়ের সম্ভাব্য প্রভাবের বিস্তৃত বিতর্ককেই প্রতিফলিত করে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট।
এআই প্রযুক্তি দিন দিন উন্নত হলেও অনুমতি ছাড়া নিজস্ব এআই মডেল প্রশিক্ষণে সৃজনশীল পেশাদারদের কাজ ব্যবহার করায় ক্রমশই তদন্তের মুখে পড়ছে সংশ্লিষ্ট কোম্পানিগুলো।