‘জবস’ নিয়ে শংকায় ওজনিয়াক

অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক সিইও স্টিভ জবসের জীবনকাহিনি নিয়ে নির্মিত সিনেমা ‘জবস’ মুক্তি পাবে ১৬ অগাস্ট।

আজরাফ আল মূতীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2013, 08:58 AM
Updated : 1 July 2013, 01:08 AM

টেক জায়ান্ট অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক সিইও স্টিভ জবসের জীবনকাহিনি নিয়ে নির্মিত সিনেমা ‘জবস’ মুক্তি পাবে ১৬ অগাস্ট। সম্প্রতি মার্কিন প্রভাবশালী সাময়িকী ফোর্বস এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাপলের অপর সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক শংকা প্রকাশ করেছেন, সিনেমাটিতে জবসকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে, তাতে দর্শকরা জবসের আসল ব্যক্তিত্ব বুঝতে পারবেন না।

ওজনিয়াক জানান, তার ধারণা চলচ্চিত্রটিতে জবসের ব্যক্তিত্বের আসল দিকটি প্রকাশ পাবে না। চলচ্চিত্রটিতে জবসের চরিত্র যেভাবে উপস্থাপন করা হয়েছে, তাতে জবসকে অনেকেই ‘নিষ্পাপ’ মনে করতে পারে। তিনি আরও জানান, জবস অ্যাপলের দুঃসময়ে শক্ত হাতে অ্যাপলের হাল ধরেছিলেন। সিনেমাটিতে এসব বিষয় পরিষ্কারভাবে বোঝা যাবে না বলেই ধারণা করছেন তিনি।

স্টিভ জবসের জীবন নিয়ে নির্মিত এ সিনেমাটি এপ্রিলে মুক্তি পাওয়ার কথা থাকলেও তা যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে অগাস্টে। সম্প্রতি সিনেমাটির ট্রেইলার ছাড়া হয়েছে। সানড্যান্স ফিল্ম ফেস্টিভালে জানুয়ারি মাসে সিনেমাটি প্রদর্শিত হওয়ার পর এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন অনেকেই।

সিনেমাটিতে স্টিভ জবসের ভূমিকায় অভিনয় করেছেন অ্যাশটন কুচার এবং স্টিভ ওজনিয়াকের চরিত্রে অভিনয় করেছেন জশ গ্যাড।