এর আগে সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে উৎক্ষেপণের কথা থাকলেও মহাকাশযানটিকে বরফ জমার কারণে এ পরিকল্পনা বাতিল করেছিল কোম্পানিটি।
Published : 16 Jan 2025, 08:24 PM
প্রথম পরীক্ষামূলক ফ্লাইটে রকেটকে সফলভাবে পৃথিবীর কক্ষপথে উৎক্ষেপণ করেছে জেফ বেজোসের মহাকাশ কোম্পানি ব্লু অরিজিন।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্থানীয় সময় সকালে কেপ ক্যানাভেরাল থেকে ‘নিউ গ্লেন’ রকেটটি উৎক্ষেপিত হয়।
এর আগে সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে উৎক্ষেপণের কথা থাকলেও মহাকাশযানটিকে বরফ জমার কারণে এ পরিকল্পনা বাতিল করে কোম্পানিটি।
কাছাকাছি মিশন কন্ট্রোল থেকে রকেটটি উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর বেজোস ও কোম্পানির কর্মীরা উল্লাস ও করতালিতে ফেটে পড়েন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ।
কোম্পানিটির ‘ইন-স্পেস’ সিস্টেমের ভাইস প্রেসিডেন্ট আরিয়েন কর্নেল এক লাইভ স্ট্রিমে বলেছেন, রকেটের এই উৎক্ষেপণ একটি ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ ও ‘ঐতিহাসিক উৎক্ষেপণ’।
“আমরা নিরাপদে পৃথিবীর কক্ষপথে পৌঁছেছি এবং সবাই মিলে প্রথমবারেরই এটি করতে পেরেছি।”
রকেটের দ্বিতীয় পর্যায়টি এখন ‘ব্লু রিং পাথফাইন্ডার’ পেলোড বহন করে পৃথিবীর কক্ষপথের দিকে অগ্রসর হচ্ছে। আর রকেটের উপরের পর্যায়টি পরে পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করবে এবং পরে তা সমুদ্রের একটি প্রত্যন্ত অংশে পুড়ে যাবে।
এদিকে, প্রতিদ্বন্দ্বী কোম্পানি স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক ব্লু অরিজিন ও বেজোসকে ‘প্রথম চেষ্টায় কক্ষপথে পৌঁছানোয়’ অভিনন্দন জানিয়েছেন।
হাজার হাজার কোটি ডলারের উন্নয়ন যাত্রার চূড়ান্ত পরিণতি এক দশকদীর্ঘ এই মিশন। ‘নিউ গ্লেন’ রকেটটি ৩০ তলা ভবনের সমান উঁচু ও আংশিক পুনঃব্যবহারযোগ্য।
২০০০ সালে ব্লু অরিজিন প্রতিষ্ঠা করেন বেজোস। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “রকেটটির বুস্টার ল্যান্ডিং নিয়ে আমরা সবচেয়ে বেশি উদ্বিগ্ন। প্রথম ফ্লাইটের ক্ষেত্রে মিশনের যে কোনও পর্যায়ে অসঙ্গতি ধরা পড়তে পারে। তাই যে কোনও কিছু ঘটতে পারে।”
উদ্বোধনী রকেট উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশযানটিকে এর কাঙ্ক্ষিত কক্ষপথে পৌঁছে দেওয়া কোনও মহাকাশ কোম্পানির জন্য এক বিরল অর্জন।
“আর আমরা যদি এটি করতে পারি তাহলে সেটি হবে এক বিরাট সাফল্য। বুস্টারটি অবতরণের বিষয়টি আমাদের পরিস্থিতিকে আরও ভাল করবে,” বলেছেন বেজোস।
ইলন মাস্কের মহাকাশ কোম্পানি স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেটের চেয়ে দ্বিগুণেরও বেশি শক্তিশালী নিউ গ্লেন রকেটটি। একইসঙ্গে কয়েক ডজন গ্রাহক লঞ্চ চুক্তি রয়েছে, যার সম্মিলিত মূল্য রয়েছে কয়েক শ কোটি ডলার।