ইনটেলের নতুন চিপ বে ট্রেইল

নতুন চিপ নিয়ে এসেছে চিপ জায়ান্ট ইনটেল। নতুন এ চিপটির নাম দেওয়া হয়েছে বে ট্রেইল। সম্প্রতি সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন এ চিপগুলো ট্যাবলেটের মতো কম শক্তির ডিভাইসে ব্যবহারের জন্য বানানো হয়েছে।

আজরাফ আল মূতীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2013, 10:31 AM
Updated : 13 Sept 2013, 10:31 AM

বর্তমানে অধিকাংশ ট্যাবলেটেই ব্রিটিশ প্রতিষ্ঠান এআরএম নির্মিত চিপ ব্যবহার করা হয়। একজন বাজার গবেষক ইনটেলের এ চিপ নিয়ে আসার প্রসঙ্গে জানিয়েছেন, ইনটেলের বে ট্রেইল এআরএম-এর জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি প্রতিযোগিতা তৈরি করেছে। ইনটেলের মতো ব্রিটিশ এ প্রতিষ্ঠানটিও নিজেরা চিপ তৈরি করে না।

এআরএম তাদের ডিজাইন করা চিপের লাইসেন্স অন্য প্রতিষ্ঠানকে দিয়ে অর্থ উপার্জন করে বলেই জানিয়েছে বিবিসি। যেসব প্রতিষ্ঠান তাদের চিপের সেবা নেয় তাদের মধ্যে রয়েছে কোয়ালকম, অ্যাপল ও এনভিডিয়া।

তবে ইনটেলের এরকম চিপ তৈরি প্রসঙ্গে ডেভিস মারফি গ্রুপের প্রধান প্রযুক্তি গবেষক জানিয়েছেন, ইনটেল এ রকম চিপ তৈরি করে রাতারাতি বাজার নিজের আয়ত্বে নিতে পারবে না।