এ৩৫০-এর সফল পরীক্ষা চালালো এয়ারবাস

সাদ আব্দুল ওয়ালীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2013, 07:29 AM
Updated : 17 June 2013, 07:29 AM

যাত্রীবাহী বিমানের ইউরোপিয়ান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস তাদের নতুন যান এ৩৫০-এর সফল পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। সংবাদ সংস্থা বিবিসি জানায় এ৩৫০ অধিক জ্বালানি সাশ্রয়ী এবং এটি আমেরিকান বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এর সঙ্গে যাত্রীবাহী বিমান ব্যবসায় পাল্লা দেবে।

বিমানটি চার ঘন্টার সংক্ষিপ্ত যাত্রা শুরু করার পর টুলুজ শহরে অবতরণ করে।

বিশ্বের প্রতিটি এয়ারলাইন যখন জ্বালানি সাশ্রয়ী প্লেন খুঁজছে তখন এর নির্মাতা এয়ারবাসের দাবি এটি আগের প্রজন্মের এয়ারক্রাফটের তুলনায় জ্বালানী থরচ প্রায় ২৫% কমিয়ে দেবে।

এটি বোয়িং ড্রিমলাইনারের চেয়ে বিশেষভাবে উন্নত উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে যা এর ওজন অনেকাংশে কমিয়ে দেয়- দাবী এয়ারবাসের।

এয়ারবাস এখন পর্যন্ত নতুন এই মডেলের ৬০০ এর অধিক অর্ডার পেয়েছে। এর নির্মাতা প্রতিষ্ঠান আশা করছে ২০১৪ সালের শেষের দিকে প্রথম এ৩৫০ সরবরাহ করা হবে।