বেলুনের সাহায্যে ইন্টারনেট

সাদ আব্দুল ওয়ালীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2013, 06:58 AM
Updated : 16 June 2013, 06:58 AM

সার্চ জায়ান্ট গুগল নিউজিল্যান্ডের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে কম্পিউটার সরঞ্জামাদিসহ বড় বেলুন চালু করেছে। সংবাদ সংস্থা বিবিসির এক খবরে প্রকাশ, নিউজিল্যান্ড থেকে শুরু করে একটি নিয়ন্ত্রিত পথে প্রায় ৩০টি উচ্চচাপের বেলুন চালু করার মাধ্যমে ইন্টারনেট সুবিধা দেওয়া হচ্ছে।

দুর্যোগপূর্ণ প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট সুবিধা দেওয়াই এধরনের বেলুন চালু করার মূল উদ্দেশ্য।

গ্যাসে পূর্ণ প্রতিটি বেলুন ১৫ মিটার দৈর্ঘের। এতে অন্তর্ভুক্ত থাকছে রেডিও অ্যান্টেনা, একটি ফ্লাইট কম্পিউটার, উচ্চতা নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সোলার প্যানেল। গুগল আশা করছে, এসব বেলুন ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার উচ্চতায় থাকবে।

প্রকল্পটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। প্রত্যেকটি বেলুন প্রায় ১০০ দিন করে আকাশে অবস্থান করবে।