বিশ্লেষকেরা বলছেন, অ্যাপলের সর্বশেষ স্মার্টফোন মডেলগুলোতে এআই না থাকা একটি বড় কারণ।
Published : 17 Jan 2025, 02:04 PM
চীনে স্মার্টফোন বিক্রির মুকুট হারাল অ্যাপল। ২০২৪ সালে দেশটিতে স্মার্টফোন বিক্রিতে তৃতীয় অবস্থানে নেমেছে মার্কিন এই টেক জায়ান্ট।
বৃহস্পতিবার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিস-এর পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৪ সালে অ্যাপলকে ছাড়িয়ে গেছে চীনের স্থানীয় প্রতিদ্বন্দ্বীরা।
বছরের শেষ তিন মাসে চীনে আইফোন বিক্রি এক চতুর্থাংশ কমে যাওয়ায় অ্যাপলের বাজার শেয়ার ১৫ শতাংশে নেমে এসেছে। এটি চীনে অ্যাপলের স্মার্টফোন বিক্রির সবচেয়ে বাজে পতন বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
বিশ্বে স্মার্টফোনের সবচেয়ে বড় বাজার হচ্ছে চীনে, যেখানে স্থানীয় নির্মাতাদের সঙ্গে তীব্র প্রতিযোগিতার কারণে বাজারে নিজ অবস্থান নিয়ে রীতিমতো ধুকছে অ্যাপল।
বিশ্লেষকেরা বলছেন, অ্যাপলের সর্বশেষ স্মার্টফোন মডেলগুলোতে এআই না থাকা একটি বড় কারণ।
যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য নিজেদের তথাকথিত ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ আইফোন সরবরাহ করলেও এতে চ্যাটজিপিটি রয়েছে, যা ব্যবহারের অনুমোদন নেই চীনে।
চীনে স্মার্টফোন নিয়ে প্রতিযোগিতাও ক্রমশ বাড়ছে। বর্তমানে ১৭ শতাংশ শেয়ার নিয়ে স্মার্টফোন বিক্রির বাজারে শীর্ষস্থানে রয়েছে দেশটির নিজস্ব স্মার্টফোন কোম্পানি ভিভো।
অন্যদিকে, ১৬ শতাংশ শেয়ার নিয়ে স্মার্টফোন বিক্রির বাজারে দ্বিতীয় স্থানে রয়েছে চীনের আরেক স্মার্টফোন নির্মাতা কোম্পানি হুয়াওয়ে।
এদিকে, চীনে স্মার্টফোন বিক্রিতে বিরল ছাড় দিয়েও পাল্টা লড়াই করতে হচ্ছে অ্যাপলকে।
সর্বশেষ আইফোন মডেলগুলোতে ৫০০ ইউয়ান বা ৬৮.৫০ ডলারের বিরল ছাড় দিয়েছে কুপারটিনোভিত্তিক কোম্পানিটি।
ক্যানালিস-এর গবেষকরা বলছেন, ‘ট্রেড-ইন’ অপশন বাড়ানোর পাশাপাশি সুদমুক্ত পেমেন্ট পরিকল্পনা বাড়ানোর মতো অন্যান্য পদক্ষেপও নিচ্ছে অ্যাপল।
তবে বৃহস্পতিবারের এই পরিসংখ্যান বলছে, নিজেদের অন্যতম গুরুত্বপূর্ণ বাজারে নেতৃত্ব ফিরে পেতে বড় লড়াইয়ের মুখে পড়তে যাচ্ছে অ্যাপল।