ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচিত করতে ২৫ কোটি ডলারেরও বেশি ব্যয় করেছেন মাস্ক। মহাকাশ বিষয়ে ট্রাম্পের সমর্থনও পেয়েছেন তিনি।
Published : 13 Jan 2025, 05:21 PM
মহাকাশ প্রতিযোগিতায় মাস্ক-ট্রাম্পের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে কোনও হুমকি দেখছেন না জেফ বেজোস।
তিনি বলেছেন, স্পেসএক্সের নির্বাহী প্রধান ইলন মাস্ক তার মহাকাশ কোম্পানি ‘ব্লু অরিজিন’কে দুর্বল করতে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের ঘনিষ্ঠ সম্পর্ককে ব্যবহার করবেন বলে মনে করেন না বেজোস। বরং আসন্ন মার্কিন প্রশাসনের মহাকাশ এজেন্ডা নিয়ে ‘খুব আশাবাদী’ তিনি।
“মাস্ক খুব স্পষ্টভাবে বলেছেন, মানুষের স্বার্থে কাজ করছেন তিনি। এখানে তার ব্যক্তিগত কোনো লাভ নেই এবং আমি তাকে আক্ষরিক অর্থেই গুরুত্ব দিই,” রোববার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন মহাকাশ শিল্পে স্পেসএক্সের প্রতিদ্বন্দ্বী ‘ব্লু অরিজিন’-এর প্রতিষ্ঠাতা জেফ বেজোস।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে রয়টার্সের সঙ্গে কথা বলেছেন বেজোস। এখানেই কোম্পানির নতুন মহাকাশযান ‘নিউ গ্লেন’-এর প্রথম উৎক্ষেপণ দেখবেন তিনি।
৩০ তলা উঁচু ভবনের সামন এ রকেটটি স্পেসএক্সের বাজারের আধিপত্যকে ভেঙে দিতে ও স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যবসায় ব্লু অরিজিনের ব্যবধান কমিয়ে আনতে পারে বলে প্রতিবেদনে লিখেছে বার্তা সংস্থা রয়টার্স।
ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচিত করতে ২৫ কোটি ডলারেরও বেশি ব্যয় করেছেন মাস্ক। মহাকাশ বিষয়ে ট্রাম্পের সমর্থনও পেয়েছেন তিনি।
গত মাসে ট্রাম্প বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত প্রথমে চাঁদে যাওয়ার বদলে সরাসরি মঙ্গল গ্রহে অভিযান পাঠানো। এর মাধ্যমে নাসার মহাকাশ অনুসন্ধান অভিযানে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। আর এতে এ সেক্টরে দুশ্চিন্তাও বাড়িয়ে তুলেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার চাঁদ অভিযানের পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন কি না এমন প্রশ্নের জবাবে বেজোস বলেছেন, “আমার নিজস্ব মতামত হচ্ছে আমাদের দুটোই করা উচিত। আমাদের চাঁদেও যাওয়া দরকার, আবার মঙ্গল গ্রহেও যাওয়া উচিত।
“আমাদের প্রয়োজন, এসব কাজ দ্রুত শুরু ও শেষ করা। আমাদের অবশ্যই চাঁদ অভিযান চালিয়ে যেতে হবে।”
ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প নিজের দ্বিতীয় মেয়াদে নাসার চাঁদ অভিযানে অনেক পরিবর্তন আনবেন। একইসঙ্গে মঙ্গল গ্রহে মিশন পাঠানোর দিকেও বেশি মনোযোগ দেবেন তিনি।
এরইমধ্যে ট্রাম্পের অভিষেক তহবিলে ১০ লাখ ডলার অনুদান দিয়েছে অ্যামাজন। ট্রাম্পের অভিষেক ইভেন্টটি নিজেদের প্রাইম ভিডিও পরিষেবাতে স্ট্রিম করবে বলে জানিয়েছে কোম্পানিটি।
এদিকে, অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান বেজোস ট্রাম্পের সঙ্গে দেখা করলেও রয়টার্সকে বলেছেন, “আমরা আসলেই মহাকাশ নিয়ে কোনও কথা বলিনি।”