যুক্তরাজ্যে টেসলার বাকি অনুদান এসেছে স্টার্লিং কাউন্সিল, সাউথ সেন্ট্রাল এনএইচএস ট্রাস্ট, স্কটিশ সরকার এবং আরও কয়েকটি সংস্থা থেকে।
Published : 10 Jan 2025, 02:15 PM
২০১৬ সাল থেকে যুক্তরাজ্য সরকারের কাছ থেকে প্রায় ২০ কোটি পাউন্ড অনুদান পেয়েছে বিদ্যুচ্চালিত গাড়ি কোম্পানি টেসলা।
তথ্য বিশ্লেষণকারী টাসেল বলেছে, ওয়েস্টমিনস্টার থেকে অনুদান হিসেবে ১৯ কোটি ১০ লাখ পাউন্ড পেয়েছে যুক্তরাজ্য সরকারের বিরুদ্ধে ক্রমাগত সোচ্চার হয়ে ওঠা প্রযুক্তি বিলিয়নেয়ারের মালিকানাধীন কোম্পানিটি।
বেশিরভাগ অনুদান এসেছে যুক্তরাজ্যের পরিবহন বিভাগ বা ডিএফটি থেকে। সংস্থাটি ২০১৬ সাল থেকে নয় বছরে টেসলাকে ১৮ কোটি ৮০ লাখ পাউন্ড অনুদান দিয়েছে।
যুক্তরাজ্যে টেসলার বাকি অনুদান স্টার্লিং কাউন্সিল, সাউথ সেন্ট্রাল এনএইচএস ট্রাস্ট, স্কটিশ সরকার এবং আরও কয়েকটি সংস্থা থেকে এসেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক পত্রিকা গার্ডিয়ান।
যুক্তরাজ্য সরকারের অনুদানের সুবিধাভোগী টেসলার অবস্থান মাস্কের সরকারি ব্যয় সংকোচন ও দেশটির ফেডারেল ব্যয় কমানোর কথার সঙ্গে সাংঘর্ষিক।
ইলন মাস্ককে যুক্তরাষ্ট্রের ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি’র দায়িত্ব দিচ্ছেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ পদে মাস্কের কাজ হচ্ছে ফেডারেল আমলাতন্ত্রের আকার কমিয়ে আনা।
২০২২ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-কেনার পর প্লাটফর্মটির ৮০ শতাংশ কর্মী ছাঁটাই করা মাস্ক বলেছেন, যুক্তরাষ্ট্রের ৪২৮টি ফেডারেল এজেন্সির সংখ্যা কমিয়ে ৯৯টি করা হতে পারে।
গত সপ্তাহে বার্ষিক বিক্রিতে প্রথমবারের মতো পতনের কথা জানিয়েছিল টেসলা। কারণ, প্রণোদনা থাকার পরও তাদের পুরানো বিভিন্ন গাড়ির চাহিদা বাড়েনি। ২০২৪ সালে একাধিকবার ত্রৈমাসিক সরবরাহের লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্যর্থ হয়েছে কোম্পানিটি।
এদিকে, সাম্প্রতিক দিনগুলোতে গ্রুমিং গ্যাং কেলেঙ্কারি নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও দেশটির অন্যান্য রাজনীতিবিদের আক্রমণ করতে এক্স ব্যবহার করেছেন বিশ্বের এই শীর্ষ ধনী।
সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মাস্কের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, সরকারের উপর মাস্কের ক্রমাগত আক্রমণ ও বিভিন্ন গ্রুমিং গ্যাং সম্পর্কে তার ‘মিথ্যা ও ভুল তথ্য’ উগ্র ডানপন্থীদের ‘তিক্ততা’ বাড়িয়ে তুলছে।
এ বিষয়ে মন্তব্যের জন্য টেসলার সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া পায়নি গার্ডিয়ান।