ফ্লোরিডার ‘কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন’-এ ব্লু অরিজিনের লঞ্চপ্যাডে বসানো হয়েছে ৩০ তলা ভবনের সমান লম্বা ও আংশিক পুনঃব্যবহারযোগ্য ‘নিউ গ্লেন’ রকেট লঞ্চারটিকে।
Published : 13 Jan 2025, 03:22 PM
নতুন রকেট উৎক্ষেপণের জন্য জেফ বেজোসের প্রতিষ্ঠিত মহাকাশ গবেষণা কোম্পানি প্রস্তুতি নিলেও কয়েক ঘণ্টা বিলম্বের পর প্রযুক্তিগত সমস্যার কারণে তা বাতিল করেছে দলটি।
উৎক্ষেপেণ বাতিলের পেছনে নির্দিষ্ট কোনো কারণ সঙ্গে সঙ্গেই উল্লেখ করেনি রকেট নির্মাণ কোম্পানি ব্লু অরিজিন। তবে, দলটি আগে বলেছিল, তারা রকেটের 'ভেহিকল সাবসিস্টেম ইস্যু' সমাধানের চেষ্টা করছে।
উৎক্ষেপণ বাতিলের আগে বেজোস মিডিয়ার সঙ্গে আলাপকালে বলেছেন, "যে বিষয়টি নিয়ে আমরা সবচেয়ে বেশি নার্ভাস, সেটি হল এর বুস্টার ল্যান্ডিং।"
ফ্লোরিডা স্থানীয় সময় সোমবার মাঝরাতের পরপর যা বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২ টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে উৎক্ষেপণের কথা ছিল কোম্পানিটির উদ্বোধনী রকেট ‘নিউ গ্লেন’-এর।
সেটি বিলম্বিত হয় বাংলাদেশ সময় দুপুর দুটার পর পর্যন্ত। ফলে, উৎক্ষেপণের সময় পেরিয়ে গেলেও সোমবার বাংলাদেশ সময় দুপুর দুটা পর্যন্ত লঞ্চ সাইটেই ছিল রকেট।
উৎক্ষেপণ টিম বলেছে, বেশ কয়েকটি বিলম্বের পরে রকেটে অনির্দিষ্ট কিছু সমস্যার কারণে আপাতত রকেট উৎক্ষেপণ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তারা।
এ উৎক্ষেপণ বাতিল নিয়ে প্রতিবেদনে বিবিসি বলেছে, এটি "হতাশাজনক তবে অবাক হওয়ার মতো নয়"।
রকেট উৎক্ষেপণের জন্য একটি নতুন তারিখ নির্ধারণ করবে দলটি।
এর আগে, রকেটটি পৃথিবীর কক্ষপথে গুরুত্বপূর্ণ এক আত্মপ্রকাশের কাছাকাছি রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
স্যাটেলাইট উৎক্ষেপণের বাজারে ইলন মাস্কের মহাকাশ কোম্পানি স্পেসএক্সের সঙ্গে প্রতিযোগিতা করার দীর্ঘ প্রতীক্ষিত লক্ষ্যের দিকেও একটি বড় পদক্ষেপ চিহ্নিত করবে এটি।
২০০০ সালে ব্লু অরিজিন প্রতিষ্ঠা করেন বেজোস। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “প্রথম ফ্লাইটের ক্ষেত্রে মিশনের যে কোনও পর্যায়ে অসঙ্গতি ধরা পড়তে পারে। তাই যে কোনও কিছু ঘটতে পারে।”
সেই ‘যে কোনো কিছু’ই শেষ পর্যন্ত ঘটেছে।
উদ্বোধনী রকেট উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশযানটিকে এর কাঙ্ক্ষিত কক্ষপথে পৌঁছে দেওয়ার বিষয়টি ব্লু অরিজিন বা কোনও মহাকাশ কোম্পানির জন্য এক বিরল অর্জন বলেই বিবেচিত হবে। সেই অর্জনের জন্য নতুন ক্ষণ ঠিক করতে হবে বেজোস টিমকে।
“আর আমরা যদি এটি করতে পারি তাহলে সেটি হবে এক বিরাট সাফল্য,” বলেছেন বেজোস।
ইলন মাস্কের মহাকাশ কোম্পানি স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেটের চেয়ে দ্বিগুণেরও বেশি শক্তিশালী নিউ গ্লেন রকেটটি। একইসঙ্গে কয়েক ডজন গ্রাহক লঞ্চ চুক্তি রয়েছে, যার সম্মিলিত মূল্য রয়েছে কয়েক শ কোটি ডলার।