“আমরা এমন এক ডেডিকেটেড ডিভাইস চালু করব, যা আপনাকে নিজের পিএস৫ কনসোলে থাকা ‘রিমোট প্লে ওয়াইফাই’ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন গেইম স্ট্রিম করার সুযোগ দেবে।”
ওউইয়া এ বারই প্রথমবারের মতো গেইমিং কনসোল নির্মাণ করেছে। তাদের তৈরি গেইমিং কনসোলটির দাম মাত্র ১০০ ডলার। বাজারের সবচেয়ে কম দামের গেইমিং কনসোল হবে এটি। অপরদিকে মাইক্রোসফটের এক্সবক্স ওয়ানের ও সনির প্লেস্টেশন ৪-এর দাম যথাক্রমে ৫০০ ও ৪০০ মার্কিন ডলার।
কনসোলের দামের বিষয়টি ছাড়াও গেইমের দামেও ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। ওউইয়ার নির্মিত গেইমিং কনসোলটিতে গেইমাররা বিনামূল্যে বেশ কিছু গেইমের ডেমো ভার্সন খেলতে পারবেন এবং এ কনসোলটির গেইমের দামও হবে অন্যান্য গেইমিং কনসোলের তুলনায় কম। পাঁচ ডলার থেকে ১৫ ডলারের মধ্যেই পাওয়া যাবে কনসোলটির সব গেইম।
কনসোলটির নির্মাতা প্রতিষ্ঠান ওউইয়া জানিয়েছে, তারা কনসোলের জন্য উন্নতমানের গেইম তৈরি করার চেষ্টা করছে, যাতে করে তাদের কনসোলটি এক্সবক্স ওয়ান বা প্লেস্টেশন ৪ এর গেইমারদের কাছেও জনপ্রিয় হয়ে উঠে।