কেউ যদি অ্যান্ড্রয়েডে অনেক কিছু কপি ও পেস্ট করে থাকেন তবে ‘ক্লিপবোর্ড’ তার জন্য দারুণ এক টুল।
Published : 15 May 2024, 04:01 PM
‘কপি’ এবং ‘পেস্ট’ করার সক্ষমতা যে কোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেটের একটি মৌলিক ও সহজ ফিচার। তবে, এ ফিচারটিকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য ও কপি করা সব তথ্য সহজে খুঁজে পেতে ‘ক্লিপবোর্ড’ ফিচারটি ব্যবহার করতে পারেন।
‘ক্লিপবোর্ড’ কী?
‘ক্লিপবোর্ড’ কিবোর্ডের একটি ফিচার। ব্যবহারকারী সম্প্রতি যা যা কপি করেছেন, তার সবই দেখতে পারেন এখান থেকে। উদাহরণ হিসাবে, কপি করা কোনো লেখা, লিংক, এমনকি ছবিও খুঁজে পাওয়া যাবে এখানে। কেবল সম্প্রতি কপি করা জিনিস বাদেও আগে যা যা কপি করেছেন, সেগুলোও এখান থেকে খুঁজে পাওয়া যাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট হাও-টু গিক।
অন্যান্য ফিচারের মতোই ক্লিপবোর্ড ফিচারটি বিভিন্ন অ্যান্ড্রয়েডে ভিন্ন ভাবে কাজ করে। তবে, ক্লিপবোর্ড ব্যবহারের সবচেয়ে সর্বজনীন পদ্ধতি গল কিবোর্ড অ্যাপের মাধ্যমে এটি চালু করা।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমেই একটি কিবোর্ড লাগবে যেখানে ক্লিপবোর্ড ফিচারটি কাজ করে। এ ক্ষেত্রে দুটি জনপ্রিয় পছন্দ হল, গুগলের ‘জিবোর্ড’ ও মাইক্রোসফটের ‘সুইফট কি’। এ দুটি অ্যাপে ক্লিপবোর্ড ফিচারটি একইভাবে কাজ করে।
কিবোর্ড ইনস্টল করা থাকলেই ফিচারটি ব্যবহার করা যাবে। শুরুতে কিছু লেখা বা ইউআরএল লিংক কপি করুন। এটি যেখানে পেস্ট করতে চান সেই অ্যাপটি চালু করুন, এবং টেক্সট বক্সে ট্যাপ করে কিবোর্ড চালু করুন। কিবোর্ডের ওপরের টুলবারে ‘ক্লিপবোর্ড’ আইকনে ট্যাপ করুন।
এটি ক্লিপবোর্ডটি চালু করবে ও তালিকার একদম ওপরে সম্প্রতি কপি করা লেখাটি দেখতে পাবেন। টেক্সটের বক্সে পেস্ট করার জন্য এখান থেকে নিজের পছন্দের অপশনটি ট্যাপ করুন। এই জায়গায় অনেক সময় ‘ক্লিপবোর্ড এনাবল’ করতে বলা হতে পারে, এমন হলে আগের কপি করা কোনো কিছু দেখা যাবে না। তাই এনাবল করে নিন।
তবে, কপি করালেই সেগুলো অ্যান্ড্রয়েড ক্লিপবোর্ডে সবসময়ের জন্য সংরক্ষিত থাকে না। কপি করার কিছু সময় পর ক্লিপবোর্ড সবচেয়ে পুরনো তথ্যগুলো নিজে থেকেই মুছে দেবে। ‘জিবোর্ড’ ও ‘সুইফটকি’ উভয় অ্যাপেই ক্লিপবোর্ডের আইটেম পিন করার অপশন আছে। এটি করলে পিন করা আইটেমগুলো এক ঘণ্টা পরে আর মুছে যাবে না।
কোনো নির্দিষ্ট আইটেম পিন করার জন্য ক্লিপবোর্ড চালু করার পরে, সেখানের কপি করা একটি আইটেমে ট্যাপ করে কিছুক্ষণ ধরে রাখুন, এবারে পপ-আপ অপশনগুলো থেকে ‘পিন’ অপশনটি বেছে নিন।
কেউ যদি অ্যান্ড্রয়েডে অনেক কিছু কপি ও পেস্ট করে থাকেন তবে ক্লিপবোর্ড তার জন্য দারুণ এক টুল। এ ফিচারটি ব্যবহার করে বার বার কোনো পেইজ খুলে আবার বন্ধ করার পরিবর্তে একবারেই অনেকগুলো আইটেম কপি করে রাখা যাবে এবং পরবর্তীতে একবারেই সেগুলো পেস্ট করে দেওয়া যাবে।