ওয়েব ট্রাফিকের শীর্ষে ইয়াহু

অনলাইনে যুক্তরাষ্ট্রের ওয়েব ট্রাফিকের দিক দিয়ে গুগলকে হার মানাল ইন্টারনেট জায়ান্ট ইয়াহু। প্রায় দুই বছর পর আবারও ইয়াহুর সাইটগুলোর ভিজিটরের সংখ্যা গুগলের চেয়ে বেশি হল। সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি কমস্কোর নামের একটি প্রতিষ্ঠান মাসিক প্রতিবেদনে এ বিষয়টি প্রকাশ করেছে।

আজরাফ আল মূতীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2013, 12:36 PM
Updated : 24 August 2013, 12:36 PM

প্রতিবেদনে জানা গেছে, জুলাই মাসে ইয়াহুর ভিজিটরের সংখ্যা গুগলের চেয়ে বেশি ছিল। এর আগে ২০১১ সালের মে মাসে ইয়াহুর এমন ভিজিটর দেখা গিয়েছিল। এরপর থেকে শীর্ষস্থানটি গুগলই ধরে রেখেছিল।

ইয়াহুর বর্তমান সিইও মারিসা মেয়ার ইয়াহুর দায়িত্ব নেওয়ার পর এর বেশকিছু সেবায় পরিবর্তন এনেছেন এবং কয়েকটি প্রতিষ্ঠানও কিনেছেন। ধারণা করা হচ্ছে, এসব কারণেই ইয়াহুর ভিজিটরের সংখ্যা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

মেয়ারকে জুলাইয়ের এক নম্বর সিইও বলা হচ্ছে, এমনটাই জানিয়েছে সিএনএন। তবে ইয়াহু কর্তৃপক্ষ তাদের ওয়েব ট্রাফিক বৃদ্ধি প্রসঙ্গে এখনও কোনো মন্তব্য করেনি।