ইন্সটাগ্রামে যুক্ত হল ভিডিও

ইন্সটাগ্রামের নতুন সংস্করণ দিয়ে ভিডিও ধারণ করা যাবে এবং তা শেয়ার করা যাবে।

আজরাফ আল মূতীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2013, 06:39 AM
Updated : 23 June 2013, 06:39 AM

সোশাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেইসবুকের মালিকানাধীন ফটো শেয়ারিং ও সোশাল নেটওয়ার্ক সাইট ইন্সটাগ্রামে এবার যুক্ত হল ভিডিও ফিচার। সম্প্রতি সংবাদমাধ্যম এবিসিনিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমান ইন্সটাগ্রাম অ্যাপের নতুন সংস্করণ দিয়ে ভিডিও ধারণ করা যাবে এবং তা শেয়ার করা যাবে।

ইন্সটাগ্রাম অ্যাপের এ নতুন ভার্সনটির মাধ্যমে ভিডিও ফিল্টার করতে পারবেন ব্যবহারকারীরা। এ বিষয়ে ইন্সটাগ্রামের প্রতিষ্ঠাতা কেভিন সিস্ট্রম বলেন, “আমরা ইন্সটাগ্রামের মাধ্যমে ফটোগ্রাফি স্টুডিওর সমান ক্ষমতা ব্যবহারকারীদের হাতের মুঠোয় পৌঁছে দিয়েছিলাম। ভিডিওর ক্ষেত্রেও আমরা একই কাজ করেছি।”

সিস্ট্রম জানিয়েছেন, অ্যাপটির মাধ্যমে প্রায় ১৫ সেকেন্ডের ভিডিও ক্লিপ ধারণ করা যাবে এবং তিন থেকে ছয় সেকেন্ডের ভিডিও ক্লিপ শেয়ার করা যাবে।

অ্যাপটির নতুন ভার্সনের ক্যামেরার অপশনে স্থির ছবি এবং ভিডিও এ দুটি অপশন দেখাবে। ব্যবহারকারী তার পছন্দ অনুযায়ী যে কোনো অপশন ব্যবহার করতে পারবেন। বর্তমানে প্রায় ১৩ কোটি মানুষ তাদের পোস্ট, ছবি ইত্যাদি শেয়ারের জন্য ইন্সটাগ্রাম অ্যাপটি ব্যবহার করেন।