অ্যাপলের দাবি, আইফোন ১৬’র প্রো ম্যাক্স সংস্করণটি ‘সর্বকালের সেরা ব্যাটারি লাইফওয়ালা আইফোন’।
Published : 10 Sep 2024, 05:21 PM
অ্যাপলের ‘ইট’স গ্লোটাইম’ আয়োজনের মূল আকর্ষণ ছিল আইফোন ১৬। এর পাশাপাশি, আরও বেশ কিছু ঘোষণা দিয়েছে অ্যাপল, যার মধ্যে রয়েছে নতুন শ্রেণির স্মার্টওয়াচ থেকে শুরু করে এয়ারপডসও।
আয়োজনটির সবচেয়ে বড় ঘোষণাগুলো একবার দেখে নেওয়া যাক।
আইফোন ১৬’তে এল দুটি নতুন বাটন
আইফোন ১৫ প্রো’তে চালু করা অ্যাকশন বাটনের পাশাপাশি একটি নতুন ‘ডিএসএলআর-ধাঁচের’ বাটনও যোগ হয়েছে আইফোন ১৬ ও ১৬ প্লাস-এ, যেটির মাধ্যমে ব্যবহারকারী ছবি ও ভিডিও ধারণের পাশাপাশি এর সেটিংও বদলানোর সুযোগ পাবেন।
ফোনটির পেছনে দুটি ক্যামেরা রয়েছে, যার মাধ্যমে অ্যাপল ভিশন প্রো’তে দেখার মতো স্পাশিয়াল ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা মিলবে।
আইফোন ১৬’তে দ্রুতগতির ‘এ১৮’ প্রসেসর যোগ হয়েছে, যার মাধ্যমে ফোনে আসন্ন বিভিন্ন নতুন এআই ফিচার ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। এর মধ্যে ছয় দশমিক এক ইঞ্চির আইফোন ১৬’র দাম শুরু ৭৯৯ ডলার থেকে ও ছয় দশমিক সাত ইঞ্চির প্লাস সংস্করণের বেলায় তা ৮৯৯ ডলার।
ফোনগুলোর শিপিং শুরু হবে ২০ সেপ্টেম্বর থেকে। আর সাদা, কালো, সবুজ, গোলাপি ও নীল এ পাঁচটি রঙের সংস্করণ ব্যবহার করা যাবে।
আইফোন ১৬ প্রো’র বড় ডিসপ্লে ও উন্নত ক্যামেরা
আইফোন ১৬ প্রো ও প্রো ম্যাক্স সংস্করণ দুটির ডিসপ্লে আকারে কিছুটা বড়, যেখানে প্রো মডেলটি আকারে ছয় দশমিক তিন ইঞ্চি ও প্রো ম্যাক্সের বেলায় সেটি ছয় দশমিক নয় ইঞ্চি। আইফোন ১৬’র মতোই এর প্রো লাইনআপে যোগ হয়েছে নতুন ক্যাপচার বাটন। আর এতে বসেছে ‘এ১৮ প্রো’ চিপ।
এদিকে, অ্যাপলের দাবি, আইফোন ১৬’র প্রো ম্যাক্স সংস্করণটি ‘সর্বকালের সেরা ব্যাটারি লাইফওয়ালা আইফোন’।
গত বছরের প্রো মডেলগুলোর বিপরীতে, এবার শুধু প্রো ম্যাক্স নয়, বরং উভয় মডেলেই এসেছে একই ৫X টেলিফটো ক্যামেরা, যার মধ্যে রয়েছে ‘টেট্রাপ্রিজম’ ডিজাইনও। এর পাশাপাশি, আপগ্রেড করা ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর ও ৪৮ মেগাপিক্সেলের ‘ফিউশন ক্যামেরা’ প্রযুক্তিও যোগ হয়েছে এতে।
প্রো শ্রেণির আইফোন ব্যবহার করা যাবে সোনালি, কালো, সাদা ও ‘ন্যাচারাল’ টাইটেনিয়াম গ্রে, এ চারটি রঙে। আইফোন ১৬ প্রো’র দাম শুরু ৯৯৯ ডলার থেকে। আর প্রো ম্যাক্স সংস্করণের দাম ১১৯৯ ডলার। ফোনগুলোর প্রিঅর্ডার শুরু হবে শুক্রবার থেকে। আর এগুলো বাজারে আসবে ২০ সেপ্টেম্বর।
আইফোন ১৬ পেল ভিজুয়াল ইন্টেলিজেন্স
আইফোন ১৬’র সব মডেলই নতুন এআই ফিচার অ্যাপল ইন্টেলিজেন্সের জন্য প্রস্তুত, যা সামনের মাসে বেটা সংস্করণে উন্মোচন করতে যাচ্ছে টেক জায়ান্ট কোম্পানিটি। এইসব ফিচারের মধ্যে রয়েছে স্রেফ বর্ণনার মাধ্যমেই লাইব্রেরি থেকে ছবি সার্চ করার এমনকি কাস্টম ইমোজি তৈরির সুবিধা।
এ ছাড়া, আইফোন ১৬’র ক্যামেরা কন্ট্রোল বাটনে ‘ভিজুয়াল ইন্টেলিজেন্স’ নামের একটি নতুন ফিচারও যোগ করেছে অ্যাপল, যা স্বয়ংক্রিয়ভাবেই ব্যবহারকারীর তোলা বিভিন্ন ছবির যাবতীয় তথ্য খুঁজে দিতে সক্ষম। ব্যবহারকারী এ বাটন দিয়ে অন্যান্য কাজও করতে পারবেন। যেমন- কনসার্টের পোস্টার থেকে ছবি তোলা ও সহজেই তা ব্যবহারকারীর ক্যালেন্ডারে যোগ করা।
বড় ডিসপ্লে ও আরও পাতলা রূপে এল ওয়াচ সিরিজ ১০
ওয়াচ সিরিজ ১০ এখন পর্যন্ত অ্যাপলের সবচেয়ে পাতলা ঘড়ি, যার মধ্যে রয়েছে আকারে বড় ওয়াইড অ্যাঙ্গল ওলেড ডিসপ্লে। অ্যাপল বলছে, এক কোনা থেকে দেখলে এটি ৪০ শতাংশ পর্যন্ত বেশি উজ্জ্বল দেখায়।
এ ছাড়া, ঘুমের সময় শ্বাস প্রশ্বাসের গতিবিধি পরিমাপ করে ‘স্লিপ অ্যাপনিয়া’ রোগের বিভিন্ন লক্ষণও শনাক্ত করার সক্ষমতা আছে এতে। এমনকি গভীরতা ও পানির তাপমাত্রা পরিমাপের জন্য একটি বিল্ট-ইন সেন্সরও যোগ হয়েছে নতুন এ ঘড়িতে।
নতুন এ ডিভাইসে আছে কালো রঙের পলিশ করা অ্যালুমিনিয়াম ফিনিশিং। এ ছাড়া, বিকল্প হিসেবে রোজ গোল্ড ও রূপালি রঙের টাইটেনিয়াম ফিনিশিংওয়ালা সংস্করণও এসেছে। অ্যাপলের দাবি, নতুন ঘড়িগুলো ওজনে ওয়াচ সিরিজ ৯’র চেয়ে ২০ শতাংশ পর্যন্ত হালকা। এর মধ্যে ওয়াচ সিরিজ ১০’র দাম শুরু ৩৯৯ ডলার থেকে, যা বাজারে পাওয়া যাবে ২০ সেপ্টেম্বর থেকে।
অ্যাপল ওয়াচ আল্ট্রায় এল নতুন ‘স্যাটিং ব্ল্যাক’ ফিনিশিং
আয়োজনটিতে অ্যাপলের ওয়াচ আল্ট্রা সিরিজে বড় কোনো আপডেট না এলেও অ্যাপল ঘোষণা দিয়েছে, এর মধ্যে রয়েছে স্যাটিন ব্ল্যাক রঙের ফিনিশিং। এর পাশাপাশি, এতে টাইটেনিয়ামের তৈরি ‘মিলানিস লুপ’ ব্যান্ডও যোগ হয়েছে। অ্যাপলের দাবি, ‘ক্ষয়-নিরোধি টাইটেনিয়াম দিয়ে তৈরি এ ঘড়ি স্কুবা ডাইভিংয়ের জন্য বিশেষভাবে নকশা করা’।
পরবর্তী প্রজন্মের এয়ারপডসে এল আরও ভালোমানের অডিও
অবশেষে এয়ারপডস ৪-এর মোড়ক উন্মোচন করেছে অ্যাপল। এতে নতুন ‘এইচ৪’ চিপ যোগ হয়েছে, যার মাধ্যমে আগের চেয়ে ভালোমানের অডিও পাওয়া যায়। এর ‘ওপেন-ইয়ার’ ধাঁচের নকশা নিয়ে অ্যাপল বলছে, নতুন ইয়ারবাডসগুলো ‘এখন পর্যন্ত আসা সবচেয়ে আরামদায়ক এয়ারপডস’।
এ ছাড়া, ভয়েস আইসোলেশন ও ট্রান্সপারেন্সি মোডের মতো সহায়ক ফিচারও আছে এতে।
এর সঙ্গে রয়েছে আকারে তুলনামূলক ছোট ইউএসবি-সি বহনযোগ্য চার্জিং স্যাশি, যার সঙ্গে একটি স্পিকারও আছে। ব্যবহারকারী ‘ফাইন্ড মাই’ অ্যাপের মাধ্যমে কোনো জায়গা খুঁজে বের করার চেষ্টা করলে এটি বাজতে থাকে।
পরবর্তী প্রজন্মের এয়ারপডসে ‘অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (এএনসি)’ ফিচারও আনছে অ্যাপল, তবে এর দাম একটু বেশি। তুলনামূলক সাশ্রয়ী এয়ারপডসের দাম পড়বে ১২৯ ডলার। আর ‘এএনসি’ওয়ালা সংস্করণের দাম ১৭৯ ডলার। উভয় মডেলের শিপিং শুরু হবে ২০ সেপ্টেম্বর থেকে।
শিগগিরই ‘হিয়ারিং এইড’ হয়ে উঠবে এয়ারপডস প্রো ২
এ বছরের শেষ নাগাদ এয়ারপডস প্রো ২’কে একটি ‘ওভার-দ্য-কাউন্টার হিয়ারিং এইড’ হিসেবে বাজারে আনবে অ্যাপল। এর সঙ্গে আরও দুটি শ্রবণবিষয়ক ফিচার থাকবে, যার মধ্যে একটি শ্রবণশক্তির সুরক্ষা দেওয়া ও ক্লিনিকাল গ্রেডের হিয়ারিং টেস্ট করার বিষয়টি মাথায় রেখে নকশা করা। এইসব ফিচার এই শরতে একশটিরও বেশি দেশে বিনামূল্যের সফটওয়্যার হিসেবে চালু হবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ভার্জ।
এয়ারপডস ম্যাক্স-এও থাকবে ইউএসবি-সি চার্জিং
এয়ারপডস ম্যাক্স-এও একটি ছোট আপডেট এনেছে অ্যাপল। এর মধ্যে রয়েছে ডিভাইসের জন্য কয়েকটি নতুন রং এবং লাইটনিং চার্জিং পোর্ট থেকে বেরিয়ে ইউএসবি-সি পোর্ট ব্যবহারের সুযোগ।