ওয়েলস মেটাভার্স এখন জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। আর এখানে স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, কম্পিউটার ও মেটা কোয়েস্ট হেডসেটের মাধ্যমে প্রবেশ করা যেতে পারে।
Published : 15 May 2024, 04:41 PM
যুক্তরাজ্য থেকে ওয়েলস-ই প্রথম মেটাভার্সে যোগ দিল। মেটাভার্সে যোগ দেওয়ার ফলে গোটা বিশ্বের ভার্চুয়াল দর্শকরা ওয়েলসে কী রয়েছে সেটি ঘুরে দেখতে পারবেন।
পর্যটন কোম্পানি ভিজিট ওয়েলস দেশটির কিছু অভিজ্ঞতা ও আকর্ষণকে তুলে ধরার লক্ষ্যে এ ইমার্সিভ এক্সপেরিয়েন্স তৈরি করেছে বলে প্রতিবেদনে লিখেছে স্কাই নিউজ।
বিভিন্ন প্ল্যাটফর্ম জুড়ে, প্রতি বছর অন্তত ৬০ কোটি দর্শক মেটাভার্স ঘুরে দেখেন। ওয়েলসের মেটাভার্স ‘স্পেশিয়ল’ নামের প্ল্যাটফর্মে হোস্ট করা হচ্ছে।
আয়োজকরা বলছেন তারা বিশ্বাস করেন, এ পদ্ধতি ব্যবহার করে নিজেদের পর্যটন তুলে ধরা প্রথম ইউরোপীয় গন্তব্য হল ওয়েলস।
গত জুলাই মাসে ওয়েলসের এমপিদের এক কমিটির প্রতিবেদনে উঠে আসে, বিদেশী দর্শকদের আকৃষ্ট করার জন্য দেশটির “একটি সুসংগত ব্র্যান্ডের অভাব” রয়েছে। এর পরপরই ওয়েলসের মেটাভার্সে যোগদানের খবর প্রকাশ হল বলে লিখেছে স্কাই নিউজ।
টেলিভিশন অনুষ্ঠান ‘ডক্টর হু আনলিশড’-এর উপস্থাপক ও প্রাক্তন গেইমিং সাংবাদিক স্টেফান পাওয়েল উন্মোচনে উপস্থিত ছিলেন।
“ওয়েলসে বেড়াতে এসে দর্শকরা কী দেখতে পারেন ও কী করতে পারেন সেটিই বুঝতে সাহায্য করবে মেটাভার্স অভিজ্ঞতা।” — বলেছেন তিনি।
ওয়েলস সরকারের পর্যটন মন্ত্রী হান্না ব্লাইথিন বলেছেন, মেটাভার্স তৈরি করা হয়েছে ‘নতুন দর্শকদের কাছে পৌঁছানোর জন্য’।
“ওয়েলসের সেরা কিছু বিষয় এ উদ্ভাবনী উপায়ে দর্শকদের সামনে তুলে ধরে, আমরা দেশটিকে এমন এক অনলাইন প্ল্যাটফর্মে রাখছি যেখানে প্রতিদিন লাখ লাখ মানুষ ঘুরে বেড়ায়।” – আরও যোগ করেন তিনি।
ভার্চুয়াল ওয়েলসের দর্শকরা একটি ‘ইন্টারেক্টিভ’ ভ্রমণপথ তৈরি করার পাশাপাশি বিভিন্ন অনুসন্ধানের কাজ করতে পারবেন, যার মধ্যে বাস্তব জীবনের ওয়েলসভিত্তিক অনেক কাজও অন্তর্ভুক্ত রয়েছে।
ওয়েলসের শহর সোয়ানসিভিত্তিক কোম্পানি আইক্রিয়েটের অংশীদারিত্বে এ ভার্চুয়াল জগতটি তৈরি করা হয়েছে বলে লিখেছে স্কাই নিউজ।
ওয়েলস মেটাভার্স এখন জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। আর এখানে স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, কম্পিউটার ও মেটা কোয়েস্ট হেডসেটের মাধ্যমে প্রবেশ করা যেতে পারে।