টুইটারকে তুরস্কে অফিস খোলার আহবান

সরকারবিরোধী আন্দোলনে ব্যবহৃত টুইটারকে তুরস্কে অফিস খোলার আহবান জানিয়েছে দেশটির সরকার।

আজরাফ আল মূতীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2013, 03:15 AM
Updated : 1 July 2013, 03:15 AM

মাইক্রোব্লগিং সাইট টুইটারকে তাদের দেশে অফিস খোলার আহবান জানিয়েছে তুরস্ক সরকার। কোম্পানি প্রতিনিধিদের সঙ্গে সহজে যোগাযোগ করার জন্যই প্রতিষ্ঠানটিকে এ আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছে সরকার। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, কিছুদিন আগে হওয়া সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে টুইটারকে আহবান জানানোর বিষয়টি জড়িত।

তুরস্কে সরকারবিরোধী আন্দোলন চলাকালীন অনেক টুইটার ব্যবহারকারীকে তাদের টুইট অনুসরণ করে গ্রেপ্তার করা হয়েছে। আন্দোলনের সময় সরকারবিরোধী তথ্য ছড়ানোর জন্য টুইটার এবং ফেইসবুক ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। এ প্রসঙ্গে তুরস্কের ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশনস মন্ত্রী বিনালি ইলদ্রিম জানিয়েছেন, টুইটারের কাছ থেকে যাতে সহজেই তথ্য সংগ্রহ করা যায়, সে জন্যই টুইটারকে তাদের দেশে অফিস খোলার কথা বলা হয়েছে।

টুইটারের ঘনিষ্ট একজন ব্যক্তির উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, তুরস্কে এখন অফিস খোলার কোনো পরিকল্পনা নেই টুইটারের।