পরবর্তী আইফোনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার

মালিক ছাড়া অন্য কারও ব্যবহাররোধে আই ডিভাইসে অ্যাপল যোগ আনতে পারে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান প্রযুক্তি।

সাদ আব্দুল ওয়ালীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2013, 05:15 AM
Updated : 29 June 2013, 05:15 AM

অ্যাপল সম্ভবত পরবর্তী স্মার্টফোনে যুক্ত করবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা ডিভাইসের সঙ্গে বিল্ট-ইন থাকবে। প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে বলেছে নতুন মডেলটি হবে আইফোন৫এস।

 নতুন ওই নিরাপত্তা ব্যবস্থায় কেউ স্মার্টফোনটি আনলক করতে চাইলে তার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করা হবে। স্ক্যান করার পর যদি স্মার্টফোন শনাক্ত করে এই ফিঙ্গারপ্রিন্ট মূল ব্যবহারকারীর নয়, সেক্ষেত্রে স্মার্টফোনটি ব্যবহার করতে দেবে না, তা লকড অবস্থাতেই থাকবে। আর মূল ব্যবহারকারী শনাক্ত হলে স্মার্টফোনটি আনলকড হবে।

গত বছর অ্যাপল অথেনটেক নামে একটি কোম্পানি কিনে নেয়, যার মূল কর্মক্ষেত্র ছিল ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি। সে সময় থেকেই বাজারে গুজব ছিল এই প্রযুক্তিকে অ্যাপল আইফোনেই ব্যবহার করবে।