তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা মানুষের ডেটা থেকে প্রশিক্ষিত হয় না, কোম্পানিগুলোর এমন দাবির কোনো সত্যতা নেই।
দক্ষিণ কোরিয়ার সরকারি বিভিন্ন ওয়েবসাইটে সাইবার আক্রমণের পর সর্তকতা জারি করেছে দেশটির সরকার। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, মঙ্গলবার সকালে অন্যতম আক্রমণটি হয়েছিল প্রেসিডেন্সিয়াল অফিসের ওয়েবসাইটে।
সরকারিভাবে জানানো হয়েছে, আক্রমণকারীদের পরিচয় পাওয়া যায়নি। ১৯৫০-৫৩ সালের কোরিয়া বিভক্তকারী কোরিয়ান যুদ্ধের বর্ষপূর্তিতে এ সাইবার আক্রমণের ঘটনা ঘটল।
প্রেসিডেন্ট অফিসের উদ্ধৃতি দিয়ে বিজ্ঞান মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ব্লু হাউজসহ বেশ কিছু ওয়েবসাইট আক্রমণ করেছে হ্যাকাররা।
আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ অ্যানোনিমাস টুইটার অ্যাকাউন্টে দক্ষিণ কোরিয়ায় এবারের সাইবার আক্রমণে কোনোধরনের সম্পৃক্ততা অস্বীকার করেছে।
এর আগে ২০ মার্চ সাইবার আক্রমণের শিকার হয় ছয়টি দক্ষিণ কোরিয়ান ব্যাংক এবং ব্রডকাস্টার, যাতে ৩২ হাজার কম্পিউটার ও ব্যাংকিং সার্ভিস ক্ষতিগ্রস্ত হয়।