পরীক্ষার ফল পরিবর্তনে কিবোর্ড জালিয়াতি!

আজরাফ আল মূতীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2013, 07:33 AM
Updated : 19 June 2013, 08:06 AM

আমেরিকার পার্ডু ইউনিভার্সিটির কিছু ছাত্র তাদের গ্রেড পরিবর্তনের জন্য অধ্যাপকের কিবোর্ড বদলে দিয়েছে! সম্প্রতি সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ওই অধ্যাপক তার কম্পিউটারের পাসওয়ার্ড স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়েছে এ বিষয়টি ইউনিভার্সিটির আইটি বিভাগে জানালে বের হয়ে আসে এ তথ্য।

বিশ্ববিদ্যালয়টির তথ্যপ্রযুক্তি বিভাগ জানায়, এ রকম কার্যকলাপ শুরু হয় ২০১২ সালের শেষ দিকে। পাসওয়ার্ড কেন পরিবর্তিত হচ্ছে তা খুঁজতে গিয়ে বের হয়ে আসে আসল ঘটনাটি। ইউনিভার্সিটির কিছু ছাত্র অধ্যাপকটির কম্পিউটারের কিবোর্ডটি বদলে সেখানে অনুরূপ আরেকটি কিবোর্ড রেখেছে। শুধু পরিবর্তিত কিবোর্ডের মধ্যে একটি কি-লগিংযন্ত্র স্থাপন করা।

এর ফলে ছাত্ররা তাদের অধ্যাপকের কিবোর্ডটিকে দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারত এবং এভাবেই বেশকিছু ছাত্র তাদের পরীক্ষার গ্রেড বদলে নিত। সিনেট জানিয়েছে, আইটি বিভাগ অপরাধী ছাত্রদের খুঁজে বের করেছে। এ কর্মকাণ্ডে জড়িত ছাত্রদের মধ্যে দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।