স্মার্টফোন গেইমে নিনটেনডো

জাপানি মোবাইল গেইমিং প্লাটফর্ম ‘মোবেজ’ নির্মাতা ডিএনএ (DeNA)-এর সঙ্গে জোট বেঁধে স্মার্টফোনের জন্য গেইম বানাতে যাচ্ছে ভিডিও গেইম নির্মাতা প্রতিষ্ঠান নিনটেনডো। তবে উয়ি ইউ বা থ্রিডিএসের মতো গেইমিং কনসোলের জন্য বানানো গেইমগুলো স্মার্টফোনের জন্য ছাড়া হবে না বলেই জানিয়েছে জাপানি ওই গেইমিং জায়ান্ট।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2015, 11:57 AM
Updated : 18 March 2015, 11:57 AM

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, স্মার্টফোনের জন্য গেইম বানাতে জেলডা, সুপার মারিও ও পোকেমনের মতো পুরানো কিন্তু জনপ্রিয় চরিত্রগুলো নিয়েই নতুন পরিসরে কাজ করবে নিনটেনডো।

ডিএনএ-এর সঙ্গে মিলে কাজ করতে নিনটেনডোর সিদ্ধান্ত স্মার্টফোন গেইমিং অ্যাপের সম্ভাবনাময় ভবিষ্যৎ তুলে ধরেছে বলে মনে করেন আন্তর্জাতিক তথ্য ও গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান আইএইচএস টেকনোলজিসের গেইম বিষয়ক প্রধান গবেষক পিয়ার্স হার্ডিং-রোলস।

সেই সঙ্গে চলতি বছরেই অনলাইন মেম্বারশিপ সেবা চালু করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠান দুটি। এই সেবার মাধ্যমে গ্রাহকরা স্মার্টফোন ও পিসিসহ একাধিক প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের অ্যাকাউন্ট অ্যাকসেস করতে পারবেন।