উইকিপিডিয়া এখন ‘টিনএজার’

১৩তম বছরে পা রেখেছে অনলাইন এনসাইক্লোপিডিয়া নামে পরিচিত উইকিপিডিয়া। ২০০১ সালের ১৫ জানুয়ারি যাত্রা শুরু করেছিল এ প্রতিষ্ঠানটি।

আজরাফ আল মূতীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2014, 10:25 AM
Updated : 18 Jan 2014, 10:25 AM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, ১৩ বছরেও দেখতে প্রায় আগের মতোই আছে পাঠকের তৈরি বিশ্বকোষটি।

১৩ বছর আগে জিমি ওয়ালেস এবং এবং ল্যারি স্যাংগার মিলে গড়ে তুলেছিলেন এ অসাধারণ সাইটটি। সাইটটির নামকরণের কৃতিত্ব অবশ্য স্যাংগারের। তিনি হাওয়াইয়ান শব্দ ‘উইকি’ যার অর্থ দ্রুত এবং এনসাইক্লোপিডিয়ার ‘পিডিয়া’ এ শব্দ দুটি জোড়া দিয়ে সাইটটির নামকরণ করেছিলেন উইকিপিডিয়া।

আনুমানিক ৩৬ কোটি ৫০ লাখ গ্রাহকের উইকিপিডিয়া এখন বিশ্বের সবচেয়ে বেশি ভিজিট করা সাইটগুলোর একটি। সাইটটিতে তিন কোটিরও বেশি ব্যক্তি ২৮৭টি ভাষায় বিভিন্ন আর্টিকল পড়ে থাকেন। বিশ্বের প্রায় সব তথ্যই রয়েছে এখানে। জ্ঞানপিপাসুরা ঘণ্টার পর ঘণ্টা বিভিন্ন আর্টিকল পড়ে সময় কাটান সাইটটিতে।

সাইটটি এখনও তার সাফল্য ধরে রেখেছে। প্রতিদিন এতে যুক্ত হচ্ছে নিত্যনতুন তথ্য। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে, উইকিপিডিয়া অনলাইন সাইট হলেও শুরু থেকেই ‘এনসাইক্লোপিডিয়ার মতোই নান্দনিক ধারা’ বজায় রেখে চলছে-- মন্তব্য করেছে ম্যাশএবল।