ভুয়া ভুক্তির বিরুদ্ধে নেমেছে উইকি

অর্থের বিনিময়ে অনলাইন এনসাইক্লোপিডিয়া ‘উইকিপিডিয়া’তে ভুক্তি দেওয়ার কাজে ব্যবহৃত শত শত অ্যাকাউন্ট আবিষ্কারে বিস্ময় প্রকাশ করেছেন উইকিপিডিয়ার সম্পাদকেরা।

নবনীতা সেনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2013, 10:11 AM
Updated : 23 Oct 2013, 10:11 AM

সংবাদ সংস্থা বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উইকিমিডিয়ার নির্বাহী সম্পাদক সু গার্ডনার বলেছেন, “আরও শতাধিক অ্যাকাউন্ট সন্দেহের তালিকায় আছে।”

গার্ডনার আরও জানিয়েছেন, ইতোমধ্যে ২৫০ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন তারা।

“আমরা ব্যবহারকারীদের সবসময় নিরপেক্ষ এবং নির্ভরযোগ্য তথ্য দিতে সচেষ্ট থাকি। ফলে যে কোনোরকমের ব্যাঘাতই অনেক বড় সমস্যার সৃষ্টি করতে পারে। আমরা সচেতনতার সঙ্গে পুরো ব্যাপারটি পরীক্ষা করে দেখছি।” বলেছেন গার্ডনার।

তদন্ত রিপোর্টে জানা গেছে, সবচেয়ে বিতর্কিত তথ্য প্রকাশের জন্য এক আমেরিকান কোম্পানি উইকি-পিআরকে দায়ী করা হচ্ছে। কোম্পানিটি ১২ হাজারেরও বেশি মানুষ এবং কোম্পানির পক্ষে উইকিপিডিয়া পেইজ তৈরি, ভাষান্তর ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিল।

কিন্তু উইকি-পিআর উইকিপিডিয়ার নিয়ম ভঙ্গের দায় অস্বীকার করেছে। কোম্পানিটির প্রধান নির্বাহী জর্ডান ফ্রেঞ্চ বিবিসিকে বলেছেন, “আমাদের ব্যবসা গবেষণা এবং লেখালেখির বিষয়ে। কোনোকিছু প্রকাশের আগে আমরা তার সত্যতা যাচাই করে নেই।”