দ্রুতগতির হাইপারলুপ

ক্রাশ প্রুফ এবং সৌর শক্তিচালিত বাহন আনার পরিকল্পনা প্রকাশ করেছেন ইলেকট্রিক গাড়ি নির্মাতা টেসলা মটরসের প্রধান নির্বাহী ইলন মাস্ক। নির্মাতা প্রতিষ্ঠানের এক ব্লগপোস্টের বরাত দিয়ে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, এ পরিকল্পনার আওতায় ক্যাপসুলে করে যুক্তরাষ্ট্রের স্যান ফ্রানসিসকো থেকে লস এঞ্জেলস যেতে সময় লাগবে মাত্র আধ ঘণ্টা।

ফজলে আজিমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2013, 01:00 PM
Updated : 15 August 2013, 07:26 PM

ব্লগের ওই পোস্টে মাস্ক এ গাড়ির বিস্তারিত বর্ণনা দেন। তিনি জানান, প্রকল্পটি সফল হলে তা হবে আন্তনগর পরিবহন ব্যবস্থার আদর্শ। কিন্তু তার আগে এর নিরাপত্তা এবং অর্থায়নের ব্যাপারে কিছু প্রশ্নের মুখোমুখি হতে হবে।

এ প্রকল্পে ৬০০ কোটি ডলার খরচ হতে পারে। সময় লাগবে সাত থেকে ১০ বছর। এতে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের ৭ কোটি মানুষ যানজট থেকে মুক্তি পাবে বলে পোস্টে দাবি করা হয়েছে।

গাড়িতে করে যেখানে যেতে সাড়ে পাঁচ ঘণ্টা লাগে সেখানে হাইপারলুপের মাধ্যমে মাত্র আধ ঘণ্টায় যাওয়া যাবে।

প্রকল্পটির ৫৭ পৃষ্ঠার ডিজাইন পরিকল্পনায় বলা হয়, এর প্রত্যেকটি বাহনে ২৮ জন যাত্রী উঠতে পারবে।

ক্যালিফোর্নিয়ায় দ্রুতগতির রেল প্রকল্পের বিকল্প হতে পারে হাইপারলুপ। এটা নিরাপদ, দ্রুতগতিসম্পন্ন এবং কম খরচের বলেও মাস্ক জানিয়েছেন।