এক চাপে দুই কাজ করবে স্টিলসিরিজের কিবোর্ড
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jun 2022 06:04 PM BdST Updated: 23 Jun 2022 06:04 PM BdST
-
ছবি: স্টিলসিরিজ
‘অ্যাপেক্স প্রো মিনি ওয়্যারলেস’ এবং ‘অ্যাপেক্স প্রো মিনি’ কিবোর্ডে এক চাপে একাধিক কমান্ড সুবিধা আনার ঘোষণা দিয়েছে হার্ডওয়্যার নির্মাতা স্টিলসিরিজ।
প্রযুক্তিবিষয়ক সাইট আর্স টেকনিকার প্রতিবেদন অনুযায়ী, সুবিধাটি এলে সবচেয়ে লাভবান হবেন পিসি গেইমাররা। কারণ, অনেক সময়ই গেইমে বিভিন্ন ধরনের ‘কিবোর্ড কম্বিনেশন’ ব্যবহার করেন তারা।
নতুন কিবোর্ডে ‘অ্যাডজাস্টেবল মেকানিক্যাল সুইচ’ নামের প্রযুক্তি ব্যবহৃত হয়েছে, যার মাধ্যমে কিবোর্ডের বিভিন্ন ‘কি’ সহজেই কাস্টমাইজ করতে পারবেন ব্যবহারকারী।
স্টিলসিরিজের ঘোষণা অনুযায়ী, মেকানিক্যাল সুইচ ব্যবহার করে তাদের নতুন তারবিহীন এবং তারযুক্ত কিবোর্ডের প্রতিটি ‘কি’ পছন্দমতো সাজানোর সুবিধা দিয়েছে হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।
অ্যাডজাস্টেবল মেকানিক্যাল সুইচ
২০১৯ সালে প্রথম ‘অ্যাপেক্স প্রো’ কিবোর্ডে ‘অ্যাডজাস্টেবল ওমনিপয়েন্ট মেকানিক্যাল সুইচ’ সুবিধাটি এনেছিল স্টিলসিরিজ।
‘অ্যাপেক্স প্রো মিনি ওয়্যারলেস’ এবং ‘অ্যাপেক্স প্রো মিনি’ কি বোর্ডে ব্যবহৃত হয়েছে অ্যাডজাস্টেবল মেকানিক্যাল সুইচের ‘ওমনিপয়েন্ট ২.০’ সংস্করণ।
পিসি গেইমিং-ভিত্তিক ব্র্যান্ডটি বলছে, নতুন ফিচার ব্যবহার করে নিজের গেইমিং অভিজ্ঞতাকে আরও বেশি কাস্টমাইজ করার সুযোগ পাবেন ব্যবহারকারী।
এক চাপে একাধিক কমান্ড
রেজার এবং উটিংয়ের মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের অ্যাডজাস্টেবল সুইচ কিবোর্ডের এক চাপে একাধিক কমান্ডের ফিচারটিও এনেছে স্টিলসিরিজ।
উদাহরণ হিসেবে ধরা যায়, ব্যবহারকারী ফিচারটি এমনভাবে কাস্টমাইজ করতে পারবেন, যেখানে ‘এ’ কি-তে মৃদুভাবে চাপ দিলে একটি ‘এ’ অক্ষরটিই আসবে। তবে, ওই কি চাপ দিয়ে ধরে রাখলে ‘বি’ অক্ষরটি আসবে।
গেইমের মধ্যে হাঁটাহাঁটি করা, দৌড়ানো এবং গ্রেনেড বের করে দ্রুত নিক্ষেপ করার মতো বিভিন্ন ‘গেইমিং কম্বোর’ সম্ভাব্য ব্যবহারকে চিহ্নিত করেছে স্টিলসিরিজের এই ঘোষণা। উন্নতমানের গেইমাররা ব্যাটলফিল্ড ছাড়াও অন্যান্য কার্যক্রমে ফিচারটি ব্যবহার করতে পারবেন।
দুর্ভাগ্যবশত, ‘ডুয়াল অ্যাকশন’ নামে পরিচিত ফিচারটি নতুন কিবোর্ডে সীমিত করছে স্টিলসিরিজ। কিবোর্ডে নাম্বার প্যাড না থাকায় ব্যবহারকারীর ‘ক্ল্যাকার’ সংশ্লিষ্ট অসুবিধাকে এর কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করেছে আর্স টেকনিকা।
কীভাবে কাজ করবে
‘ওমনিপয়েন্ট ২.০’ সুইচটি তার পূর্বসূরির মতোই চৌম্বক শক্তি এবং ‘হল ইফেক্ট’-এর মাধ্যমে কাজ করে।
মেকানিক্যাল সুইচ সাধারণত তখন সক্রিয় হয় যখন দুটি ধাতু একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করে। ‘ওমনিপয়েন্ট ২.০’ সুইচটি চুম্বককে সুইচের গোড়ায় নামিয়ে একটি ‘হল ইফেক্ট সেন্সরের’ কাছাকাছি নিয়ে আসে।
চৌম্বক শক্তি ব্যবহার করে কিবোর্ড চুম্বক এবং সেন্সরের মধ্যকার দুরত্ব নির্ণয় করে। এতে কিবোর্ড সহজেই বলতে পারে ব্যবহারকারী ‘কি’-টি কতো জোরে চাপ দিয়েছেন ও এটি কোন ‘কি’ কমান্ডটি পালন করবে।
যেহেতু এসব ‘কি’র মধ্যে সরাসরি কোনো সংযোগ থাকে না, তাই অন্যান্য মেকানিক্যাল কিবোর্ডের তুলনায় ওমনিপয়েন্ট সিরিজের সুইচ দীর্ঘস্থায়ী হয়।
চেরির ‘এমএক্স রেড লিনিয়ার সুইচ’ এবং ‘ওমনিপয়েন্ট সুইচ’ দুটোই ১০ কোটিবার ‘কি’ চাপ দেওয়ার মতো করে তৈরি। তবে, ‘এমএক্স সাইলেন্ট রেড’-এর মতো কয়েকটি মেকানিক্যাল সুইচে মাত্র পাঁচ কোটি ‘কিপ্রেস’ দিয়েছে নির্মাতা চেরি।
স্টিলসিরিজ বলছে, ওমনিপয়েন্ট কিবোর্ডের গতি বাড়ানোর একটি উপায় হচ্ছে কিবোর্ডের মূল চিপে সুইচের পরিবর্তে সরাসরি অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্টার বসানো এবং প্রতি সেকেন্ডের সাত কোটিভাগের এক ভাগের মধ্যেই প্রত্যেকটি কি স্ক্যান করার মাধ্যমে।
কিবোর্ডের দাম
‘অ্যাপেক্স প্রো মিনি ওয়্যারলেস’ কিবোর্ডের বর্তমান বাজারমূল্য ২৪০ ডলার। এছাড়া, ‘অ্যাপেক্স প্রো মিনি’র দাম ১৮০ ডলার, যেটির দাম ২০০ ডলারের ‘অ্যাপেক্স প্রো’ থেকে কিছুটা কম।
এসব কিবোর্ডের সরাসরি প্রতিদ্বন্দ্বী রেজারের ‘হান্টসম্যান মিনি অ্যানালগ’, যেটির বাজার মূল্য ১৫০ ডলার এবং ১৭৫ ডলারের আসন্ন কিবোর্ড ‘উটিং ৬০এইচই’।
যারা ‘নাম্বারপ্যাড’ সহ কিবোর্ড ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদেরকে ২৫০ ডলারের ‘রেজার হান্টসম্যান ভি২ অ্যানালগ’ অথবা ১৯৫ ডলারের ‘উটিং টু এইচই’ কিবোর্ড কেনার পরামর্শ দিয়েছে আর্স টেকনিকা।
-
যানবাহনেও আসতে পারে স্টারলিংকের ইন্টারনেট
-
শেষ হলো চতুর্দশ বিডিনগ সম্মেলন ও কর্মশালা
-
স্মার্টওয়াচে ‘ফ্যাক্টরি রিসেট’ করবেন যেভাবে
-
চাকরির সাক্ষাৎকারে প্রতারণার কৌশল ‘ডিপফেইক’
-
আসছে ‘রাসবেরি পাই পিকো’র ওয়াই-ফাই সংস্করণ
-
মরণোত্তর ‘মেডাল অফ ফ্রিডম’ পাচ্ছেন স্টিভ জবস
-
ফেইসবুক পাসওয়ার্ড চুরি করছে ‘মেসেঞ্জার চ্যাটবট’
-
জুলাইয়ে আসবে হেলো ইনফিনিট-এর ‘কো-অপ মোড’
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- ভারতের ভ্রমণ ভিসায় ৩ মাস পূর্ণ না হলে ফেরত পাঠানোর অভিযোগ
- নূপুর শর্মার বক্তব্য তুলে ধরা সাংবাদিকের বিরুদ্ধে আরও ‘অভিযোগ’