যে কারও কণ্ঠ নকলের সক্ষমতা আসছে অ্যালেক্সায়
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jun 2022 04:07 PM BdST Updated: 23 Jun 2022 04:07 PM BdST
-
ছবি: রয়টার্স
ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সা কে যে কারও কণ্ঠ নকল করার সক্ষমতা দিতে চায় অ্যামাজন। অনলাইনের বৃহত্তম খুচরা বিক্রেতার এই উদ্যোগ কার্যকর হলে এক মিনিটেরও কম সময়ের অডিও ফাইল শুনে তার অনুকরণে নিজের কণ্ঠস্বর পাল্টাতে পারবে অ্যালেক্সা।
এই ফিচারটি চালু হলে, ব্যবহারকারী অ্যালেক্সার মাধ্যমে কার্যত পরিবারের প্রয়াত সদস্যদের কণ্ঠও নিয়মিত শোনার সুযোগ পাবেন বলে উঠে এসেছে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে।
অ্যালেক্সা যেন এক মিনিটেরও কম সময়ে অডিও শুনে যে কোনো কণ্ঠ নকল করতে পারে, তার জন্য অ্যামাজন নতুন প্রযুক্তি নির্মাণ করছে বলে নিশ্চিত করেছেন কোম্পনিটির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট রোহিত প্রাসাদ।
বুধবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত এক সম্মেলনে তিনি বলেন, মূল লক্ষ্য হচ্ছে মহামারীতে ‘ভালোবাসার মানুষদের মধ্যে অনেককে হারালেও স্মৃতিগুলোকে টিকিয়ে রাখা।”
ফিচারটি কবে নাগাদ বাজারে আসতে পারে, রয়টার্সের সে প্রশ্নের উত্তর দেয়নি অ্যামাজন।
অন্যদিকে, নতুন ফিচারটি নিয়ে অ্যামাজন এমন এক প্রযুক্তির দিকে হাঁটছে যা সাম্প্রতিক বছরগুলোতে কঠোর সমালোচনার মুখে পড়েছে।
আইনপ্রণেতা ও নীতিনির্ধারকদের চাপ ও শাস্তিমূলক পদক্ষেপের শঙ্কায় কণ্ঠ নকল করতে সক্ষম নিজস্ব সফটওয়্যারটির সম্ভাব্য ক্রেতা নির্বাচনে বিধিনিষেধ দিয়েছে মাইক্রোসফট। বাক প্রতিবন্ধকতা মোকাবেলায় এই প্রযুক্তির ব্যবহারের কথা বলা হলেও সমালোচকদের আশঙ্কা, কণ্ঠ নকল করে ভুয়া রাজনৈতিক প্রচারণা চালানোর কাজে ব্যবহৃত হতে পারে এই প্রযুক্তি।
অ্যামাজন আশা করছে নতুন প্রকল্পটি ক্রেতার জীবনে অ্যালেক্সার সর্বব্যাপী উপস্থিতি প্রতিষ্ঠা করতে কাজে আসবে।
রোহিত প্রাসাদ বলছেন, অ্যালেক্সা নিয়ে তার প্রতিষ্ঠানের লক্ষ্য হলো একে ‘সাধারণীকরণযোগ্য বুদ্ধিমত্তা’ হিসেবে প্রতিষ্ঠা করা অথবা ভয়েস অ্যাসিস্ট্যান্টটিকে পারিপার্শিক পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার এবং নূন্যতম বাহ্যিক সহযোগিতার ভিত্তিতে নতুন কিছু শেখার সক্ষমতা দেওয়া।
রয়টার্স জানিয়েছে, লাস ভেগাসের সম্মেলনে কণ্ঠ নকল করার ফিচারটি নিয়ে একটি ভিডিও দেখিয়েছে অ্যামাজন। ভিডিওতে এক শিশু প্রশ্ন করছে, “অ্যালেক্সা, দাদীমা কি আমাকে উইজার্ড অফ অজ পড়ে শোনানো শেষ করতে পারবে?”
এক মুহুর্ত পরেই অ্যালেক্সা ওই শিশুর নির্দেশ নিশ্চিত করে নিজের কণ্ঠস্বর পাল্টে ফেলে উইজার্ড অফ অজ পড়ে শোনানো শুরু করে।
-
৩ ন্যানোমিটার চিপের পয়লা শিরোপা স্যামসাংয়ের
-
বেইজিংয়ের তথ্য চুরির ‘ছদ্মবেশি হাতিয়ার’ টিকটক?
-
মাইক্রোসফট অ্যাকাউন্ট ছাড়াই আপডেট হবে উইন্ডোজ ১১
-
ইউরোপে নিজের অবস্থান আরও শক্ত করতে চায় কয়েনবেইজ
-
ক্রিপ্টো ধস: বিপাকে ‘কিম কিংডম’ উত্তর কোরিয়া
-
সরে দাঁড়াচ্ছেন পিন্টারেস্ট সিইও, নিয়োগ পেলেন গুগল নির্বাহী
-
টুইটারে মাস্ক ভক্ত ১০ কোটি, কিন্তু ‘বট কতো জন?’
-
ইউএসবি-সি বাধ্যতামূলক করার কথা ভাবছে ব্রাজিল
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- পাহাড়ে সশস্ত্র দল; এই ‘বম পার্টি’ কারা?