উইন্ডোজ ১০ ও ১১ ডাউলোড বন্ধ হলো রাশিয়ায়
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jun 2022 08:04 PM BdST Updated: 22 Jun 2022 08:04 PM BdST
-
ছবি: রয়টার্স
রাশিয়ায় ব্লক হয়ে গেছে উইন্ডোজ ১০ ও ১১-এর ডাউনলোড। পশ্চিমা প্রযুক্তিতে চলমান নিষেধাজ্ঞার মধ্যেই অপারেটিং সিস্টেম দুটি আর ডাউলোড করতে পারছেননা দেশটির ব্যবহারকারীরা।
প্রযুক্তিবিষয়ক সাইট ‘ব্লিপিংকম্পিউটার’ বলছে, রাশিয়ার যেসব ব্যবহারকারী উইন্ডোজের সর্বশেষ সংস্করণ ডাউনলোড করতে চান, তারা ‘এরর ৪০৪’ বার্তাটি পাচ্ছেন।
প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডারের প্রতিবেদন অনুযায়ী, ‘উইন্ডোজ ১১ মিডিয়া ক্রিয়েশন’ টুলটি এখনও ডাউনলোড করতে পারছেন রাশিয়ার ব্যবহারকারীরা।
কী হচ্ছে?
এসব ডাউনলোডজনিত সমস্যা মাইক্রোসফটের প্রযুক্তিগত সমস্যা অথবা ইচ্ছাকৃত সিদ্ধান্ত কি না, বিষয়টি এখনও পরিষ্কার নয়। মাইক্রোসফট রাশিয়া থেকে নিজস্ব কার্যক্রম দ্রুত সরিয়ে আনার মধ্যেই উইন্ডোজ ১০ ও ১১ ব্লক হওয়ার খবরটি এসেছে।
এরইমধ্যে দেশটিতে নিজেদের নতুন পণ্য ও সেবা দুটোর বিক্রিই বন্ধ করেছে এই সফটওয়্যার জায়ান্ট। এর মাধ্যমে অ্যাপল, ডেল, এরিকসন ও নকিয়ার মতো নিষেধাজ্ঞা দেওয়া প্রতিষ্ঠানগুলোর তালিকায় নিজেদের নাম যোগ করলো মাইক্রোসফট।
সমাধানের উপায় কী?
রাশিয়ার ব্যবহারকারীরা এখনও ‘ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কে (ভিপিএন)’-এর মাধ্যমে নিজেদের অবস্থান গোপন রেখে উইন্ডোজের সর্বশেষ সংস্করণটি ডাউনলোড করতে পারবেন।
মাইক্রোসফটের তরফ থেকে এটি ইচ্ছাকৃত পদক্ষেপ কি না, সেটি নিশ্চিত না হলেও প্রতিষ্ঠানটি প্রকাশ্যেই ইউক্রেইনের পক্ষে অবস্থান নিয়েছে।
মাইক্রোসফট বলেছে, ইউক্রেইনের সরকার ও তাদের অবকাঠামোকে রাশিয়ার সাইবার আক্রমণের হাত থেকে রক্ষা করতে তারা দেশটির সাইবার নিরাপত্তা কর্মীদের সঙ্গে ‘ঘনিষ্ঠভাবে’ কাজ করছে।
পাশাপাশি, ইউক্রেইনের এক শীর্ষস্থানীয় সম্প্রচারকের ওপর আনা সাইবার আক্রমণ ঠেকাতে তাদের সাহায্য করার কথাও জানিয়েছে মাইক্রোসফট।
রাশিয়ার উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবর হচ্ছে, দেশটিতে ভিপিএন সেবার পক্ষে সম্ভবত ব্যাপক বিনিয়োগ করছে যুক্তরাষ্ট্রের সরকার।
‘এনটিএইচলিঙ্ক’, ‘পিসিফন’ এবং ‘ল্যান্টার্ন’-এর মতো ভিপিএন নির্মাতারা এরইমধ্যে নিজস্ব তহবিলের সংগ্রহ বাড়তে দেখছেন কারণ রাশিয়ার অনলাইন নিষেধাজ্ঞা এড়াতে ভিপিএন সেবাকেই বেছে নিচ্ছেন ব্যবহারকারীরা।
ভিপিএন সেবা ব্যবহারে রাশিয়ার সরকার কঠোর পদক্ষেপ নিলেও এটি দেশটির সাধারণ ব্যবহারকারীদের ভিপিএন সেবা ব্যবহার থামাতে পারেনি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পর থেকেই দেশটিতে ভিপিএন-এর চাহিদা আকাশচুম্বী।
ফেব্রুয়ারির মাঝামাঝিতে দেশটিতে জনপ্রিয় ১০টি ভিপিএন সেবার দৈনিক ডাউনলোড সংখ্যা ১৫ হাজারের আশপাশে হলেও মার্চে এসব ভিপিএন ডাউনলোডের সংখ্যা চার লাখ ৭৫ হাজারে গিয়ে ঠেকেছিল।
-
৩ ন্যানোমিটার চিপের পয়লা শিরোপা স্যামসাংয়ের
-
বেইজিংয়ের তথ্য চুরির ‘ছদ্মবেশি হাতিয়ার’ টিকটক?
-
মাইক্রোসফট অ্যাকাউন্ট ছাড়াই আপডেট হবে উইন্ডোজ ১১
-
ইউরোপে নিজের অবস্থান আরও শক্ত করতে চায় কয়েনবেইজ
-
ক্রিপ্টো ধস: বিপাকে ‘কিম কিংডম’ উত্তর কোরিয়া
-
সরে দাঁড়াচ্ছেন পিন্টারেস্ট সিইও, নিয়োগ পেলেন গুগল নির্বাহী
-
টুইটারে মাস্ক ভক্ত ১০ কোটি, কিন্তু ‘বট কতো জন?’
-
ইউএসবি-সি বাধ্যতামূলক করার কথা ভাবছে ব্রাজিল
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- পাহাড়ে সশস্ত্র দল; এই ‘বম পার্টি’ কারা?