২৮০ অক্ষরের সীমবদ্ধতার দিন ফুরাচ্ছে টুইটারে?
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jun 2022 05:38 PM BdST Updated: 22 Jun 2022 05:38 PM BdST
টুইটার ‘সামনের সপ্তাহগুলোর মধ্যেই’ নিজ প্ল্যাটফর্মে আরও দীর্ঘ পোস্ট দেওয়ার ফিচার চালু করতে যাচ্ছে বলে খবর রটেছে প্রযুক্তি সেবার বাজারে। ‘টুইটার নোটস’ নামের ব্লগিং ফিচারটি চালু হলে ২৮০ অক্ষরে পোস্ট সীমাবদ্ধ রাখার দিন ফুরাবে এই মাইক্রোব্লগিং সেবায়।
টুইটার আরও বড় পোস্ট দেওয়ার ফিচার নিয়ে কাজ করছে, এমন গুজব এবং কথিত ‘ফাঁস হওয়া নথি’ প্রযুক্তি বাজারে ঘুরছে বেশ কমাস ধরে। অ্যাপ গবেষক জেইন মানচুন ওয়াং ‘টুইটার নোটস’ বা ‘টুইটার আর্টিকলস’ নামের একটি ফিচারের স্ক্রিনশট প্রকাশ করেছিলেন মে মাসেই। ওয়াং-এর স্ক্রিনশট অনুযায়ী ব্লগ পোস্ট লিখে তাতে ছবি, লিংক এবং টুইট এমবড করার সুবিধা পেতে যাচ্ছেন টুইটার ব্যবহারকারীরা।
এপ্রিল মাসে একই ফিচারের স্ক্রিনশট প্রকাশ করেছিলেন আরেক গবেষক নিমা ওউজি। এই গবেষকের স্ক্রিনশট অনুযায়ী, নিজ ফলোয়ারদের সঙ্গে ব্লগ পোস্ট শেয়ার করা এবং ইন্টারনেটের অন্যান্য প্ল্যাটফর্মে শেয়ার করার জন্য পোস্টগুলোর আলাদা লিংক তৈরির সুবিধা পাবেন টুইটার ব্যবহারকারীরা।
নতুন ফিচারটি নিয়ে সর্বশেষ প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, ‘নোটস’ নামে ডাকা হচ্ছে নতুন ফিচারটিকে। টুইটার অ্যাপের বেটা সংস্করণে আলাদা গুরুত্ব পাচ্ছে ফিচারটি।
তবে, ফিচারটি ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যেই’ বাজারে উন্মুক্ত করার জন্য প্রস্তুত হলেও আরও পরীক্ষা-নিরীক্ষা চালাতে টুইটার ফিচারটির বাজারজাতকরণ পিছিয়ে দিতে পারে বলে জানিয়েছে সাইটটি।
অন্যদিকে, টুইটারে বড় পোস্ট দেওয়ার সুযোগ তৈরি হলে পুরো সামাজিক মাধ্যমের বাজারে প্ল্যাটফর্মটির বৈশিষ্ট্য এবং গুরুত্বের বিবেচনায় বড় পরিবর্তন আসার সম্ভাবনার কথা জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। প্রথমে কেবল ১৪০ অক্ষরে পোস্ট দেওয়া যেত টুইটারে। ২০১৭ সাল থেকে সর্বোচ্চ ২৮০ অক্ষরে পোস্ট লেখার সুবিধা দিচ্ছে সেবাটি।
পোস্টের আকারে এই সীমাবদ্ধতা প্ল্যাটফর্মটির ব্যবহারকারীদের কার্যক্রমকে প্রভাবিত করে আসছে দীর্ঘদিন ধরেই। কার্যত, প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের আচার-আচরণ পরোক্ষভাবে আংশিক নির্ধারণ করে দিত ওই সীমাবদ্ধতা।
বর্তমানে টুইটারে ২৮০ অক্ষরের বেশি জায়গা নিয়ে কিছু বলতে চাইলে সে কাজটি করতে হয় ‘টুইটার থ্রেড’ আকারে। এক্ষেত্রে একই বক্তব্য ভাগ হয়ে যায় কয়েকটি অংশে; ব্যবহারকারীকে ক্রমানুসারে আলাদা আলাদা করে পোস্ট করতে হয়।
-
‘ফেইসবুক ওয়াচ’ আর কাজ করবে না অ্যাপল টিভিতে?
-
নাসার চন্দ্রাভিযানে ‘তারকা’ হতে প্রস্তুত নিউ জিল্যান্ড
-
ভয়েস চ্যাটিংয়ে আড়ি পাতবে ভ্যালোর্যান্ট নির্মাতা রায়ট
-
জানুয়ারিতে এআর, ভিআর হেডসেট আনবে অ্যাপল?
-
মানুষের মতো মাইনক্র্যাফট খেলতে শিখেছে এআই
-
ভিডিও ক্যাপশন: ইউটিউবকে অনুসরণ করল টুইটার
-
সফটওয়্যার আপডেট পাচ্ছে উইন্ডোজ ৯৮ নির্ভর মঙ্গলযান
-
মূল্যপতনের সঙ্গে বিদ্যুৎ ক্ষুধাও কমেছে বিটকয়েনের
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’
- ‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি
- পদ্মা সেতুতে উঠবেন কি না, ‘ভয়ে’ বিএনপির হারুন