টুইটারে কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত ইলন মাস্কের

টুইটারের মালিকানা হাতে আসার পর সামাজিক মাধ্যমটিতে কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিলেন ইলন মাস্ক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2022, 09:17 AM
Updated : 17 June 2022, 09:17 AM

টেসলা প্রধান ও টুইটারের এই ভবিষ্যত মালিক প্রথমবারের মতো সামাজিক মাধ্যমটির সকল কর্মীর সঙ্গে আয়োজিত সভায় বাসা-থেকে-কাজ, বাক স্বাধীনতা এবং মহাকাশে প্রাণের সম্ভাব্য অস্তিত্ব নিয়েও তার ধারণা প্রকাশ করেন।‎

‎বৃহস্পতিবার টুইটার কর্মীদের সঙ্গে এক ভিডিও কলে মাস্ক বলেন, টুইটারে সম্ভাব্য ছাঁটাইয়ের বিষয়টি কোম্পানির আর্থিক পরিস্থিতির ওপর নির্ভর করবে বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

“কোম্পানিকে ভালোভাবে টিকে থাকতে হবে। এই মুহূর্তে আয়ের চেয়ে এখানে খরচ বেশি।”

‎তিনি আরও বলেন, “তবে, যে কেউ … যারা কোম্পানিতে মূল্যবান অবদান রাখছেন তাদের এতে ভয় পাওয়ার কিছু নেই”।

বাসা-থেকে-কাজের বদলে অফিসে এসে কাজ করাকেই সমর্থন করবেন বলে জানান মাস্ক, যদি না কারো জন্য “বিশেষ কারণে ব্যতিক্রম” করার প্রয়োজন হয়।

তবে, টুইটার অধিগ্রহন বিষয়ে তিনি কিছু বলেননি। আর, টুইটার কর্মীরা ব্যবসা কাঠামো এবং কর্মী ক্ষতিপূরণ বিষয়ে তার মতামত জানতে ও নিজেদের হতাশা প্রকাশ করতে একটি অভ্যন্তরীণ চ্যানেল বেছে নেন।‎

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা এবং রকেট কোম্পানি স্পেসএক্স-এর প্রধান মাস্ক পৃথিবীর বাইরেও প্রাণের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। তিনি যোগ করেন,  “এলিয়েন উপস্থিতির কোনো প্রকৃত প্রমাণ” তিনি দেখেননি।‎

মাস্ক জিজ্ঞাসা করেন, “আমরা কি অন্যান্য নক্ষত্রে গিয়ে খোঁজ করতে পারি যে সেখানে এলিয়েন সভ্যতা আছে কিনা?” তার মতে প্ল্যাটফর্মটি “সভ্যতা এবং চেতনার প্রশ্নে” সহায়ক হতে পারে।‎

এরইমধ্যে, স্পেসএক্সের কর্মীদের একটি দল বৃহস্পতিবার কোম্পানির নির্বাহীদের কাছে একটি অভ্যন্তরীণ চিঠিতে মাস্ককে “বিভ্রান্তি এবং বিব্রতকর পরিস্থিতির উপর্যুপরি কারণ” বলে অভিহিত করেছে।

পাশাপাশি ডোজকয়েনে এক বিনিয়োগকারী অভিযোগ তুলেছেন ক্রিপ্টো মুদ্রাটির দাম বাড়ানোর জন্য মাস্ক একটি পিরামিড স্কিম চালিয়েছেন। ‎

“বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক তার অবস্থানকে কাজে লাগিয়ে ডোজকয়েনে পিরামিড স্কিমকে ব্যক্তিগত লাভ, প্রচার এবং বিনোদনের জন্য ব্যবহার করেছেন।” - উল্লেখ রয়েছে ‎নিউ ইয়র্কে দায়ের করা অভিযোগে।

‎বৃহস্পতিবার নিউ ইয়র্ক পুঁজিবাজারে লেনদেন শেষে টুইটারের শেয়ার মূল্য ছিল ৩৭.৩৬ ডলার, যা টুইটার কিনতে মাস্কের ৫৪.২০ ডলার প্রস্তাবের চেয়ে অনেক কম।‎