Published : 10 Jun 2022, 06:47 PM
টানা তিন বছর ধরে এআর গ্লাসটির নকশার কাজ করছে বিশ্বের বৃহত্তম সামাজিক মাধ্যমের মূল কোম্পানি।
ডেভেলপাররা ডিভাইসটির পরবর্তী সংস্করণগুলোর জন্য সফটওয়্যার নির্মাণ করবেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। এআর গ্লাসের দ্বিতীয় সংস্করণ থেকে বাণিজ্যিক বাজারজাতকরণ শুরু করবে মেটা।
এআর গ্লাসের প্রথম সংস্করণ সফটওয়্যার নির্মাতাদের মধ্যে সীমাবদ্ধ রাখার পাশাপাশি ডিসপ্লে সহজেই খুলে পাল্টে ফেলা যায় এবং দুটি করে ক্যামেরা আছে এমন স্মার্টওয়াচ বাজারজাত করার পরিকল্পনা স্থগিত করেছে মেটা। ভার্জ জানিয়েছে, পরবর্তীতে এআর গ্লাসের সঙ্গে কাজ করতে পারবে, স্মার্টওয়াচের এমন সংস্করণ নির্মাণের জন্যই পরিকল্পনা স্থগিত করেছে কোম্পানিটি।
ভার্জ জানিয়েছে, এআর গ্লাসের প্রথম সংস্করণটি বিতরণের ক্ষেত্রে ডেভেলপারদের প্রাধান্য দেওয়ার পরিকল্পনা আগে থেকেই ছিল মেটার উচ্চপদস্থ কর্মকর্তাদের। তবে, ডিভাইসটির বাণিজ্যিক বাজারজাতকরণ নিয়ে সিদ্ধান্তহীনতায় ছিলেন তারা।
সেই সিদ্ধান্তহীনতা কেটেছে; এআর ও ভিআর হার্ডওয়্যারের নির্মাণের দায়িত্ব থাকা কর্মীদের এআর গ্লাসের প্রথম সংস্করণ নিয়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের সিদ্ধান্ত জানানো হয়েছে গত সপ্তাহেই।
ভার্জ জানিয়েছে, এআর ডিভাইসগুলোর নির্মাণে কয়েক হাজার ডলার করে খরচ হলেও, ডিসপ্লে উজ্জ্বলতার মত কিছু খুঁটিনাটি বিষয় এখনও গ্রাহকদের ব্যবহারের উপযোগী নয় বলে মনে করছেন মেটার নির্বাহীরা। আর এ কারণেই প্রথম সংস্করণটি কেবল সফটওয়্যার নির্মাতাদের মধ্যে বিতরণের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
ডিভাইসটির প্রথম সংস্করণটির কোড নেইম দেওয়া হয়েছে ‘ওরিয়ন’। আর দ্বিতীয় সংস্করণকে ডাকা হচ্ছে ‘আর্টেমিস’ নামে।
ওজন কমিয়ে আরও উন্নত ডিসপ্লে প্রযুক্তিসহ ব্যাপক হারে আর্টেমিস উৎপাদনের আশা করছে মেটা। আগামী বছরেই বাজারে ডিভাইসটির অভিষেক হতে পারে।
এর পাশাপাশি এআর গ্লাসের একটি স্বল্প দামের সংস্করণ বাজারজাতের পরিকল্পনাও করে রেখেছে মেটা। এ সংস্করণটি আশপাশে থাকা মোবাইল ফোনের সঙ্গে সংযুক্ত হয়ে ইনকামিং মেসেজ এবং নোটিফিকেশন দেখাবে এআর গ্লাসের পর্দায়। এ সংস্করণটিকে ডাকা হচ্ছে হাইপারনোভা নামে।