অবশেষে কপি, পেস্ট শর্টকাট আসছে গুগল ড্রাইভে

অবশেষে ফাইল কপি, কাট এবং পেস্ট করার শর্টকাট যোগ হচ্ছে গুগল ড্রাইভে। কি বোর্ডের দুই বাটন চেপে ফাইল সরানোর কমান্ডগুলো এতোদিন অনুপস্থিত ছিল গুগলের এই ক্লাউড সেবায়।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2022, 12:53 PM
Updated : 27 May 2022, 12:53 PM

গুগল তাদের ড্রাইভ সেবায় বহুল ব্যবহৃত শর্টকাট কমান্ডগুলো যোগ করার ঘোষণা দিয়েছে ২৬ মে। তবে কেবল ক্রোম ব্রাউজারেই কাজ করবে কমান্ডগুলো। ফিচারটি চালু হবে ৪ জুন থেকে।

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, ২০২১ সালের ডিসেম্বর মাসের আর্কাইভে থাকা কিবোর্ড শর্টকাট তালিকাতেও ফাইল কপি/পেস্ট করার কমান্ডগুলো ছিল না। 

ফাইল কপি, কাট এবং পেস্ট করার কিবোর্ড কমান্ডগুলোর চালু হয়েছিল গত শতকের সত্তরের দশকে।

নিজস্ব ব্লগে গুগল বলেছে, অন্য যে কোনো ফাইল ম্যানেজারের মতই গুগল ড্রাইভে Control / Command + C, X, অথবা V চেপে ফাইল সরাতে পারবেন ব্যবহারকারী।

এ ছাড়াও, নতুন বেশ কিছু শর্টকাট কমান্ড আনছে গুগল। এর মধ্যে আছে আলাদা ট্যাব হিসেবে ফাইল খোলার কিবোর্ড শর্টকাট; এক্ষেত্রে Control / Command + Enter চাপতে হবে ব্যবহারকারীকে।

আর কোনো ফাইল কপি করে গুগল ডক অথবা ইমেইলে পেস্ট করতে চাইলে, ফাইলের নামসহ লিংক যোগ হয়ে যাবে সেখানে।

একই ফাইলের একাধিক কপি ক্লাউড স্টোরেজে রাখতে না চাইলে ফাইলের শর্টকাটও জুড়ে দিতে পারবেন ব্যবহারকারী। এজন্য Control / Command + Shift + V চাপতে হবে ব্যবহারকারীকে।