নতুন পিসিতে পুরনো অ্যাপ: পরীক্ষায় মাইক্রোসফট
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 May 2022 06:35 PM BdST Updated: 25 May 2022 06:35 PM BdST
-
ছবি: মাইক্রোসফট
উইন্ডোজ ১১-তে ‘মাইক্রোসফট স্টোর’-এর অ্যাপ পুনরায় ফিরিয়ে আনার ফিচার নিয়ে কাজ করছে মাইক্রোসফট। ফিচারটি চালু হলে পিসি কেনার পর পুরোনো অ্যাপ নতুন করে ম্যানুয়ালি ইনস্টল করতে হবে না ব্যবহারকারীকে।
ভার্জের প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফট স্টোরে স্বয়ংক্রিয় উপায়ে অ্যাপ পুনরুদ্ধারের সুযোগ আপাতত নেই। কম্পিউটার পাল্টালে ব্যবহারকারীকে একটি একটি করে পুরোনো অ্যাপ ম্যানুয়ালি ইনস্টল করতে হয়। নতুন ফিচারটি এই দৃশ্যপট পাল্টে দিতে পারে বলে উঠে এসেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদনে।
“গ্রাহকরা যেন দ্রুত ও নির্বিঘ্নে নতুন পিসি নিতে পারেন, সে জন্য আমরা শিগগিরই ‘উইন্ডোজ ইনসাইডার’ চ্যানেলে নতুন একটি ফিচার পরীক্ষা করব।” --বলেছেন মাইক্রোসফট স্টোরের মহাব্যবস্থাপক জোর্জো সারদো।
“এটি গ্রাহকের সেই সব অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে নতুন উইন্ডোজ ডিভাইসে ফেরাতে সাহায্য করবে, যেগুলো মাইক্রোসফট স্টোরে আগেই ইনস্টলড হিসেবে তালিকাভূক্ত ছিল।”
“এটি গ্রাহককে পুনরায় অ্যাপ ডাউনলোডের কথা মনে না করিয়ে দিয়েই গ্রাহক ধরে রাখতে নির্মাতাদের সাহায্য করবে,” যোগ করেন তিনি।
যেসব গ্রাহক কিছুদিন পরপর পিসি পরিবর্তন করেন বা যেসব অ্যাপ নির্মাতা নিয়মিত ভার্চুয়াল মেশিন ও একাধিক ডিভাইস ব্যবহার করেন, অ্যাপ ফিরিয়ে আনার ফিচারটি বিশেষ করে তাদের কাজে আসবে। একই কাজের জন্য এতোদিন বিভিন্ন তৃতীয় পক্ষীয় প্যাকেজ ম্যানেজারের উপর নির্ভর করতে হতো উইন্ডোজ ব্যবহারকারীদের।
নতুন এই অ্যাপ ফেরানো ফিচারটি কতোটা কার্যকর বুঝতে চাইলে মাইক্রোসফট স্টোরে অ্যাপের সংখ্যা আরও বাড়তে হবে বলে মন্তব্য করেছে ভার্জ। গত কয়েক বছরে ফায়ারফক্স, জুম, অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডার এবং ওবিএস স্টুডিওর মতো অ্যাপগুলো যোগ হয়েছে মাইক্রোসফট স্টোরে। এতে অ্যাপস্টোরটি উন্নত হওয়ার ইঙ্গিত মিললেও, এখনও বহুল ব্যবহৃত অনেক অ্যাপ মাইক্রোসফট স্টোরে মিলছে না।
অ্যাপ সঙ্কট মোকাবেলায় ‘উইন৩২’-এর অ্যাপ্লিকেশনগুলোতে ‘অপেক্ষমান’ তালিকা থেকে সরিয়ে নিয়েছে বলে জানয়েছে ভার্জ। ফলে ২৪ মে থেকেই সকল ডেভেলপারের জন্য উন্মুক্ত হয়ে গিয়েছে মাইক্রোসফট স্টোর।
উইন্ডোজ ১১ ব্যবহারকারীদের জন্য অ্যাপ অনুসন্ধানের প্রক্রিয়াও আরও সহজ করার চেষ্টা চলছে। ব্যবহারকারীরা নির্দিষ্ট কোনো অ্যাপের খোঁজ করলে মাইক্রোসফট স্টোরে থাকা অ্যাপের নাম চলে আসবে উইন্ডোজ সার্চের ফলাফলে।
-
ক্রিপ্টোই আর্থিক সম্পৃক্ততার চাবিকাঠি: মধ্য আফ্রিকা
-
ব্রিটিশ আর্মির ফেইসবুক, টুইটার, ইউটিউব ‘হ্যাকড’
-
অ্যান্ড্রয়েডে ‘ন্যাভিগেশন বার’ সাজানোর সুযোগ দেবে টুইটার
-
বন্ধ হচ্ছে মেটার ডিজিটাল ওয়ালেট ‘নোভি’
-
মোবাইল অ্যাপে ‘পডকাস্ট ক্রিয়েশন টুল’ আনছে স্পটিফাই
-
‘এলজিবিটি সার্চ’ নিষিদ্ধ আমিরাতের অ্যামাজনে
-
‘অনলাইন স্ট্যাটাস’ আড়ালের সুবিধা আসবে হোয়াটসঅ্যাপে?
-
যানবাহনেও আসতে পারে স্টারলিংকের ইন্টারনেট
সর্বাধিক পঠিত
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- ‘গ্যাস সঙ্কটের’ আঁচ বিদ্যুতে, বাড়ছে লোডশেডিং
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার