চীনের লকডাউনে পেছালো অ্যাপলের আইফোন উৎপাদন
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 May 2022 06:09 PM BdST Updated: 25 May 2022 06:09 PM BdST
-
ছবি: রয়টার্স
কোভিড-১৯ এ কারণে চীনের কঠোর লকডাউনের ধাক্কায় নতুন অন্তত একটি আইফোন মডেল নির্ধারিত সময়ে আনতে পারবে না অ্যাপল। তাই দেশটির সরবরাহকারীদের উৎপাদনের গতি বাড়াতে বলেছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।
উৎপাদন পেছানোর বিষয়টি সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে জাপান ভিত্তিক দৈনিক নিকেই প্রতিবেদনে প্রকাশ করেছে গেল বুধবার।
চীনের ‘জিরো-কোভিড’ নীতিমালার কারণে বছরের শুরুতেই নিজস্ব সাংহাই ও কুনশান কারখানার কার্যক্রম বন্ধ করেছিল আইফোন সংযোজক কোম্পানি পেগাট্রন কর্পোরেশন।
লকডাউনের কারণে সাংহাইয়ের মতো আর্থিক কেন্দ্রও অচল হয়ে গিয়েছে, যা এখন সপ্তম সপ্তাহে গিয়ে ঠেকেছে। অন্যদিকে, কোয়ারেন্টাইন বিষয়ে কড়াকড়ি বাড়িয়েছে বেইজিং।
গত মাসে এমন বড় সমস্যার পূর্বাভাস পেয়েছিল অ্যাপল। কারণ, কোভিড-১৯ লকডাউনের কারণে চীনে প্রতিষ্ঠানটির উৎপাদন ও চাহিদা আটকে গেছে। পাশাপাশি, ইউক্রেইন যুদ্ধ আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটির দুর্ভোগে নতুন মাত্রা যোগ করার কথা প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
“অ্যাপল ধারণা করছে, সবচেয়ে খারাপ পরিস্থিতিতে নতুন ফোন উৎপাদনের সময়সূচী ও নির্মাণের প্রাথমিক মাত্রা বাধাগ্রস্থ হতে পারে।” --প্রতিবেদনে উল্লেখ করেছে নিকেই।
-
ক্রিপ্টোই আর্থিক সম্পৃক্ততার চাবিকাঠি: মধ্য আফ্রিকা
-
ব্রিটিশ আর্মির ফেইসবুক, টুইটার, ইউটিউব ‘হ্যাকড’
-
অ্যান্ড্রয়েডে ‘ন্যাভিগেশন বার’ সাজানোর সুযোগ দেবে টুইটার
-
বন্ধ হচ্ছে মেটার ডিজিটাল ওয়ালেট ‘নোভি’
-
মোবাইল অ্যাপে ‘পডকাস্ট ক্রিয়েশন টুল’ আনছে স্পটিফাই
-
‘এলজিবিটি সার্চ’ নিষিদ্ধ আমিরাতের অ্যামাজনে
-
‘অনলাইন স্ট্যাটাস’ আড়ালের সুবিধা আসবে হোয়াটসঅ্যাপে?
-
যানবাহনেও আসতে পারে স্টারলিংকের ইন্টারনেট
সর্বাধিক পঠিত
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ‘গ্যাস সঙ্কটের’ আঁচ বিদ্যুতে, বাড়ছে লোডশেডিং
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- 'গালতিয়ে পিএসজির কোচ হলে সবার জন্যই ভালো হবে'